২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১১:৩১:১৩ পূর্বাহ্ন


ভোলায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে বিজিবি সদস্য নিহত
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২৪-০৮-২০২২
ভোলায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে বিজিবি সদস্য নিহত ভোলায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে বিজিবি সদস্য নিহত


ভোলায় পণ্যবাহী ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ইসমাইল টিপু নামের এক বিজিবি সদস্য নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন।

মঙ্গলবার রাত ৮টার দিকে ভোলার লক্ষ্মীপুর মহাসড়কের ইলিশার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিজিবি সদস্য ইসমাইল টিপুর বাড়ি ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মুসাকান্দি গ্রামে।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির খাগড়াছড়ি মারোশিয়া ব্যাটেলিয়ান ২৭ এর ল্যান্স নায়েক ইসমাইল টিপু তার কর্মস্থল থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে আসার পথে ইলিশার হাট এলাকায় দুর্ঘটনার শিকার হন। এসময় তিনি সিএনজিতে ছিলেন। হঠাৎ করে একটি ট্রাকের সাথে তার সিএনজির সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ঘটনায় আহত সিএনজি চালকসহ অন্য পাঁচ জনকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে দৌলতখান উপজেলার দিদারুল্লাহ গ্রামের সুমন নামের একজনের অবস্থা গুরুতর।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক ও এর হেল্পারকে আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।