১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৯:১৩:৩৮ অপরাহ্ন


বিএনপির ৪০ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০১-০২-২০২২
বিএনপির ৪০ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ বিএনপির ৪০ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ


হবিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপির ৪০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মেসবাহ আহমেদ এ আদেশ দেন। 

এর আগে ৫ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও এএফএম আব্দুল মবিনের আদালত তাদের ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ আহ্বান করে জেলা বিএনপি। এতে ড. খন্দকার মোশাররফ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও পৌনে ২টায় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছসহ ২ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন।

রাজশাহীর সময় /এএইচ