২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০১:২৯:০৬ অপরাহ্ন


গোরহাঙ্গায় গবর ও মুরগীর বিষ্টা ভর্তি বস্তা পানিতে মিশিয়ে ফেলার চেষ্টা, স্থানীয় ও পুলিশের বাধার মুখে মাছ চাষি
রাতুল সরকার :
  • আপডেট করা হয়েছে : ২৮-০৮-২০২২
গোরহাঙ্গায় গবর ও মুরগীর বিষ্টা ভর্তি বস্তা পানিতে মিশিয়ে ফেলার চেষ্টা, স্থানীয় ও পুলিশের বাধার মুখে মাছ চাষি গোরহাঙ্গায় গবর ও মুরগীর বিষ্টা ভর্তি বস্তা পানিতে মিশিয়ে ফেলার চেষ্টা, স্থানীয় ও পুলিশের বাধার মুখে মাছ চাষি


রাজশাহী মহনগরীর গোরহাঙ্গা মসজিদ সংলগ্ন পুকুরে গরুর গবর ও বিষ্টা ভর্তি বস্তা ফেলে পরিবেশ দূষণের সংবাদ প্রকাশের পর রোববার (২৮ আগস্ট) বিকালে ওই বস্তাগুলির বিষ্টা পুকুরের পানিতে মিশিয়ে দিতে শুরু করেন অসাধু মাছ চাষিরা। ফলে দূর্গন্ধে এলাকার বাতাস ভারি গেছে পুকুর সংলগ্ন এলাকায়।

দূর্গন্ধে ছড়িয়ে পড়েছে চারিদিকে। পুকুর পাড়ে জড়ো হয়েছেন স্থানীয়রা। কিন্তু কোন কথা মানছেন রাজি না মাছ চাষিরা।

পরে তারা মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় ফোন দিয়ে বিষয়টি অবগত করেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া মডেল থানার ডিউটি অফিসার।

বিস্তারিত আসছে..........