২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ০৫:১৬:২৯ অপরাহ্ন


জাতিসংঘে পুলিশ সম্মেলনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছালেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি
ইমা এলিস, নিউ ইয়র্ক
  • আপডেট করা হয়েছে : ৩১-০৮-২০২২
জাতিসংঘে পুলিশ সম্মেলনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছালেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি জাতিসংঘে পুলিশ সম্মেলনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছালেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি


যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের পুলিশ প্রধান সম্মেলনে অংশ নিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি ও আইজিপি বেনজীর আহমেদ। নিউ ইয়র্ক স্থানীয় সময় সোমবার (২৯ আগষ্ট) দুপুর আড়াইটায় নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছান এবং মঙ্গলবার (আগষ্ট ৩০) সকালে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ জেএফকে বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাঁদেরকে পৃথক পৃথকভাবে বিমানবন্দরে অভ্যর্থনা জানান। 

বিমানবন্দরের স্বরাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন দেওয়ান, প্রচার সম্পাদক হাজী এনাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহানারা রহমান, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, নিউ ইয়র্ক মহানগর আওযামী লীগের সহ-সভাপতি এম উদ্দিন আলমগীর, সাংগঠনিক সম্পাদক সাদেক শিবলী, সাংগঠনিক সম্পাদক মাহফুজ হক হায়দার, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা মোহাম্মদ সেবুল মিয়া, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরী, ব্রুকলিন আওযামী লীগের সভাপতি নজরুল ইসলাম, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা হেলাল মিয়া সহ অসংখ্য দলীয় নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পুলিশ প্রধানদের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ প্রতিনিধি দলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইজিপি বেনজীর আহমেদ ছাড়াও আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ উপমহাপরিদর্শক নাসিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মাসুদ আলম। স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন।

আগামী ৩ সেপ্টেম্বর বা তার কাছাকাছি সময়ে নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হবে। সফর ও ট্রানজিটের সময় তারা কর্মরত আছেন বলে গণ্য হবেন। এ সফরের ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন আছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গত বছরের ১০ ডিসেম্বর এক বিবৃতিতে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বেনজীর আহমেদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেন। ২০২১ সালের মার্কিন পররাষ্ট্র দপ্তর, বৈদেশিক কার্যক্রম ও এ সংক্রান্ত কর্মসূচি বাস্তবায়নবিষয়ক আইনের ৭০৩১ (গ) ধারা অনুযায়ী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে।  তবে জাতিসংঘের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী জাতিসংঘের সম্মেলন বা বৈঠকে অংশগ্রহণকারীদের ভিসা দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের দায়বদ্ধতা আছে।