২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১১:০৭:৪১ পূর্বাহ্ন


‘হত্যা-গুম-নির্যাতন চালিয়ে আন্দোলন নস্যাৎ করা যাবে না’
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০১-০৯-২০২২
‘হত্যা-গুম-নির্যাতন চালিয়ে আন্দোলন নস্যাৎ করা যাবে না’ ‘হত্যা-গুম-নির্যাতন চালিয়ে আন্দোলন নস্যাৎ করা যাবে না’


নারায়ণঞ্জে হতাহতের ঘটনায় নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হত্যা, গুম, নির্যাতন ও হামলা চালিয়ে জনগণের আন্দোলনকে নস্যাৎ করা যাবে না।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) রাজধানীর চন্দিমা উদ্যানে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়ার সমাধিতে ফাতিহা পাঠ, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মুনাজাত করেন দলের শীর্ষ নেতারা।

পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জিয়াউর রহমান হত্যার পেছনের কুশীলবদের খুঁজে বের করতে একটি কমিশন গঠন করা হবে।

জনগণের আন্দোলন নস্যাৎ করতে আওয়ামী লীগ ও পুলিশ বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে বলেও মন্তব্য করেন ফখরুল।

এদিকে দেশের বিভিন্ন জায়গায় উত্তপ্ত রাজপথ। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও শর্টগানের গুলি ছোড়ে।

 এ ঘটনায় যুবদলের এক নেতা নিহত হন বলে দাবি করেন স্থানীয় নেতারা। অনুমতি না নিয়ে বিক্ষোভ মিছিলে বাধা দিলে তাদের ওপর হামলা চালায় নেতাকর্মীরা, দাবি পুলিশের। 

নেত্রকোনা, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জসহ বেশ কয়েক জায়গাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এত বেশ কয়েকজন আহত হয়েছেন।


রাজশাহীর সময় / এএম