২০ এপ্রিল ২০২৪, শনিবার, ১২:৫৮:০৮ পূর্বাহ্ন


আগামী অক্টোবর-নভেম্বরে দুই ভাগে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৭-০৯-২০২২
আগামী অক্টোবর-নভেম্বরে দুই ভাগে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেল। ছবি: সংগৃহীত


চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেল আগামী অক্টোবর-নভেম্বরে দুই ভাগে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

সেতুমন্ত্রী বলেন, ‘কর্ণফুলী টানেলের দুইটি টিউব, এর মধ্যে একটি অক্টোবরে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন আরেকটি উদ্বোধন করবেন নভেম্বরে। এ বছরেই আমাদের মেগাপ্রকল্প কর্ণফুলী বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন হবে।’

বুধবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত ‌‘বিএসআরএফ সংলাপ’-এ অংশ নিয়ে তিনি এ তথ্য জানান। 

কাদের বলেন, ‘মেট্রোরেলের উত্তরা থেকে আগাঁরগাও অংশ উদ্বোধন করা হবে আগামী ডিসেম্বরে। এবং আগামী বছরের ডিসেম্বরের আগেই মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের নির্মাণকাজ শেষ হবে। বাংলাদেশ চীন মৈত্রী সেতুর কাজ শেষ করেছি। আমার হাতে এখন ৮৭টি ছোট বড় সেতু উদ্বোধনের জন্য অপেক্ষায় রয়েছে। পাহাড়ে যোগাযোগে একটা বিশাল পরিবর্তন এসেছে, সেজন্য সেখানকার পণ্য দ্রুত শহরে চলে আসতে পারছে।’

এদিকে, সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’- এ সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তপন বিশ্বাস। উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।