২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১১:০৭:০৯ অপরাহ্ন


পিকনিক থেকে ফেরার পথে গাড়ি উল্টে ২ পরীক্ষার্থীর মৃত্যু
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০২-০২-২০২২
পিকনিক থেকে ফেরার পথে গাড়ি উল্টে  ২ পরীক্ষার্থীর মৃত্যু পিকনিক থেকে ফেরার পথে মৃত্যু


শেরপুরে পিকনিক থেকে ফেরার পথে গাড়ি উল্টে ইসমাইল ও সেলিম মিয়া নামের দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।

মঙ্গলবার রাতে শ্রীবরদী উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর এলাকার আবু তালেবের ছেলে ইসমাইল এবং সেলিম মিয়ার ছেলে সাইদুল মিয়া। তারা দুজনই এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

জানা গেছে, মঙ্গলবার সকালে শ্রীবরদীর ৩০ জন ট্রাকে করে পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশে বনভোজনে যায়। রাতে শ্রীবরদী বাজারে ট্রাকটি থেমে যায়। এরপর সেখানে ৩০ জন নেমে গেলে বাকি ১৫ জন ট্রলি ভাড়া করে খড়িয়া গ্রামের দিকে রওনা হয়।

ট্রলিটি শ্রীবরদী উপজেলার মামদামারী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় ইসমাইল ও সাইদুর ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা বাকিদের উদ্ধার করে শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ১০ জনকে শেরপুর জেলা হাসপাতালে রেফার করেন।

বিষয়টি নিশ্চিত করেশেরপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বলেন, একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসা চলছে।

রাজশাহীর সময় / এম আর