২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৭:৪৭:৪২ অপরাহ্ন


হারানো মোবাইল ফোন উদ্ধারে আরএমপি'র সাফল্য
মাসুদ রানা রাব্বানী
  • আপডেট করা হয়েছে : ০৭-০৯-২০২২
হারানো মোবাইল ফোন উদ্ধারে আরএমপি'র সাফল্য হারানো মোবাইল ফোন উদ্ধারে আরএমপি'র সাফল্য


হারানো মোবাইল ফোন উদ্ধারে অনন্য সাফল্য দেখাচ্ছে আরএমপি। আর এই কাজে তথ্য প্রযুক্তিগত সকল সহায়তা করে আসছে আরএমপি'র সাইবার ক্রাইম ইউনিট।

আরএমপি পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক ডিজিটাল নিরাপত্তায় পৃথক সাইবার ক্রাইম ইউনিট গঠন করেন। গঠনের পর হতেই এই ইউনিট ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘটিত অপরাধ নিয়ন্ত্রণ, চুরি, ছিনতাই-ডাকাতি-সহ হারানো মোবাইল ফোন উদ্ধারে অনন্য সাফল্য দেখিয়েছে। 

নগরীতে মোবাইল ফোন হারানোর ঘটনা প্রায়ই ঘটে থাকে। এই ঘটনা ঘটলে ফোনের সাথে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত হারিয়ে যায়। এসময় অনেকে বিপদগ্রস্ত হয়ে পড়ে। এরকম মোবাইল ফোন হারানোর ঘটনায় আরএমপি'র সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় আরএমপি'র বিভিন্ন থানা সম্প্রতি প্রায় ২৫ টির মত মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে। 

আরএমপি'র সাইবার ক্রাইম ইউনিট হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মালিকদের রাজশাহী নগরীর সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় তথ্য দিয়ে জিডি করার পরামর্শ দিয়েছে।