২০ এপ্রিল ২০২৪, শনিবার, ১২:১৫:৩৯ পূর্বাহ্ন


ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউগিনি
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১১-০৯-২০২২
ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউগিনি ফাইল ফটো


সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউগিনির পূর্বাঞ্চল। ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৭.৬। বেশ কয়েকটি ভবনের ক্ষতির খবর পাওয়া গেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থাও সুনামির সতর্কতা জারি করেছে। তবে, সংস্থাটি পরে বলেছে যে হুমকি এড়ানো গেছে।

ভূমিকম্পের কারণে পাপুয়া নিউ গিনির কিছু অংশে বিদ্যুত্‍ বিভ্রাট এবং ভবনের ক্ষতির খবর পাওয়া গেছে।

ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় ৩০০ মাইল (৪৮০ কিলোমিটার) দূরে কম্পন অনুভূত হয়েছিল।

পূর্বাঞ্চলীয় হাইল্যান্ড শহর গোরোকার একটি বিশ্ববিদ্যালয়ের ক্ষয়ক্ষতির ছবি ও ভিডিও শেয়ার করা হচ্ছে। ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি মাদাংয়ের স্থানীয়রা এএফপিকে জানিয়েছেন, ভূমিকম্পটি আগের রিপোর্টের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল। মাদাঙের কাছে জাইস আবেন রিসোর্টের একজন কর্মী হিভি অপোকর বলেন, "এটি খুব শক্তিশালী ঝাঁকুনি ছিল। মনে হচ্ছিল সমুদ্রের উপর বসে আছি।"

ইউএসজিএস জানিয়েছে যে ভূমিকম্পটি কায়ান্তু শহর থেকে প্রায় ৬৭ কিলোমিটার দূরে ৬১ কিলোমিটার (৩৮ মাইল) গভীরতায় ঘটেছে। পাপুয়া নিউ গিনি প্রশান্ত মহাসাগরের "রিং অফ ফায়ার" এর উপর রয়েছে, যার কারণে এটি ঘন ঘন ভূমিকম্প অনুভব করে।