১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৫:০৫:৫৯ অপরাহ্ন


মেক্সিকোয় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৮
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১১-০৯-২০২২
মেক্সিকোয় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৮ ফাইল ফটো


মেক্সিকোয় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৮মেক্সিকোর উত্তরাঞ্চলে জ্বালানি তেলবাহী একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবার (১০ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। খবর দ্য হিন্দু।

তামাওলিপাসের প্রসিকিউটার কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবেশী নিউভো লিওন রাজ্যের মন্টেরে থেকে তামাওলিপাসের সিউদাদ ভিক্টোরিয়ায় যাওয়ার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জ্বালানি তেলবাহী ট্রাকটির বিস্ফোরণে ১৮ জন নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হয়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ বের করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, বাসটি হিদালগো রাজ্য থেকে মেন্টেরে যাচ্ছিল।

এর আগে গত আগস্ট মাসে মেক্সিকোতে দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছে।