২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ০৬:০৮:৪০ অপরাহ্ন


ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎস্পর্শে শিশু শিক্ষার্থীর মৃত্যু
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৩-০৯-২০২২
ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎস্পর্শে শিশু শিক্ষার্থীর মৃত্যু ফাইল ফটো


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধুন্দল পাড়তে গিয়ে টিনের ঘরের চালের ওপর দিয়ে যাওয়া তারের ম্পর্শে বিদ্যুতায়িত হয়ে নাফিজা (৯) আক্তার নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সে মারা যায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম।

নাফিজা উপজেলা সদর ইউনিয়নের নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি হবিগঞ্জ জেলার চুনারঘাট এলাকার। সে ওই এলাকার শাহাজান মিয়ার মেয়ে। সে তার নানাবাড়ি নাসিরনগরের সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফচু মিয়ার বাড়িতে থেকে পড়ালেখা করতো।

শিশুটির নানা ফচু মিয়া জানান, সকাল পৌনে ১১টার দিকে ধুন্দল পাড়তে মামাকে সঙ্গে নিয়ে ঘরের চালায় উঠে নাফিজা। সেখান দিয়ে যাওয়া একটি তারের স্পর্শে বিদ্যুতায়িত হয় নাফিজা। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘরের চালা থেকে তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাফিজাকে মৃত ঘোষণা করেন।