১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১১:১১:২৮ পূর্বাহ্ন


খেলাকে কেন্দ্র করে উত্তেজিত শিক্ষার্থীদের থামাতে গিয়ে রাবি প্রক্টর আহত
আল্-মারুফ, রাবি প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ১৫-০৯-২০২২
খেলাকে কেন্দ্র করে উত্তেজিত শিক্ষার্থীদের থামাতে গিয়ে রাবি প্রক্টর আহত ফাইল ফটো


আন্তবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে উত্তেজিত শিক্ষার্থীদের শান্ত করতে গিয়ে আহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টর আসাবুল হক। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামের প্রধান ফটকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ বিকেলে আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে আইন ও রসায়ন বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে আইন বিভাগ ৩-১ গোলে পরাজিত হয়। তবে খেলার মাঠে রেফারির সিদ্ধান্ত নিয়ে আইন বিভাগের শিক্ষার্থীরা উত্তেজিত ছিলেন। খেলা শেষে তাঁরা মাঠের ভেতরে যাওয়ার জন্য স্টেডিয়ামের প্রধান ফটক ধরে টানাটানি করতে থাকেন। একপর্যায়ে সেখানে প্রক্টর আসাবুল হক উপস্থিত হন। সেখানে স্টেডিয়ামের ভেতর থেকে গেটম্যান তালা খুলে দিলে শিক্ষার্থীরা জোরে গেট ধরে টান দেন। এতে গেটটি প্রক্টরের মাথায় লাগলে তাঁর মাথা কেটে যায়।

ঘটনাস্থলে উপস্থিত আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম বলেন, ‘আসলে দুর্ঘটনাবশত ঘটনাটি ঘটে যায়। আমরা তাৎক্ষণিকভাবে তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিই। সেখানে তাঁর মাথায় দুটি সেলাই দেওয়া হয়। এরপর প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে চিকিৎসাকেন্দ্র থেকে ছেড়ে দেওয়া হয়।’

এদিকে অনির্দিষ্টকালের জন্য টুর্নামেন্ট স্থগিত করার বিষয়টি নিশ্চিত করে টুর্নামেন্ট পরিচালনা উপকমিটির সভাপতি ইলিয়াছ হোসেন বলেন, ‘যেহেতু খেলাকে কেন্দ্র করে পরপর দুটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেহেতু আমরা টুর্নামেন্ট সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। আগামী রোববার আমরা খেলা পরিচালনা উপকমিটির সভায় আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।’

এদিকে প্রক্টর আসাবুল হক আহতের ঘটনায় বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. কুদরাত-এ-খুদা একাডেমিক ভবনের সামনে বিক্ষোভ করেছেন তাঁর বিভাগের (গণিত) শিক্ষার্থীরা। এ সময় তাঁরা টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।

এর আগে গত রোববার খেলা নিয়ে উত্তেজনার সময় ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক মোইজুর রহমানকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ ঘটনায় গতকাল বুধবার অভিযুক্ত ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষার্থী ও আইবিএ শাখা ছাত্রলীগের সভাপতি আবু সিনহা সৌমিকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

এ বিষয়ে গতকাল রাতে শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র বিশ্বাস ও সাধারণ সম্পাদক কুদরত-ই-জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘১১ সেপ্টেম্বর রাবির আন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতার খেলাকে কেন্দ্র করে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষার্থী আবু সিনহা সৌমিক কর্তৃক ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেসের শিক্ষক অধ্যাপক মোইজুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় আমরা ক্ষুব্ধ। রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই অনভিপ্রেত ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষার্থী আবু সিনহা সৌমিককে শাস্তি প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছে।’