০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার, ০৯:২২:১৭ পূর্বাহ্ন


গলায় জীবন্ত কই মাছ আটকে কৃষকের মৃত্যু
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৭-০৯-২০২২
গলায় জীবন্ত কই মাছ আটকে কৃষকের মৃত্যু ফাইল ফটো


গলায় কই মাছ আটকে গাইবান্ধার সুন্দরগঞ্জে হাফিজার রহমান (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগারী গ্রামে কারেন্ট জালে আটকা মাছ মুখ দিয়ে খুলতে গিয়ে অসাবধানতাবশত গলায় মাছ আটকে এ ঘটনা ঘটে।

হাফিজার রহমান ওই গ্রামের মৃত আব্দুল জলিল খেওনীর ছেলে। স্থানীয়রা জানায়, হাফিজার রহমান সন্ধ্যায় মাছ ধরার জন্য কারেন্ট জাল নিয়ে বাড়ির পাশের ডোবা জমিতে যায়। জালে কই মাছ আটকা পড়লে হাফিজার ওই মাছ হাত দিয়ে খুলতে না পেরে মুখ দিয়ে ছাড়ানোর চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত একটি কই মাছ তার গলার ভেতরে গিয়ে আটকে যায়। এতে তৎক্ষণাৎ গুরুতর অসুস্থ হন হাফিজার। পরে অসুস্থ হাফিজারকে পাঁচপীর বাজারের স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফুল মিয়া বিষয়টি নিশ্চিত করেন।