২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০২:০২:৫৭ পূর্বাহ্ন


রাজশাহীতে চোরই মোটর সাইকেলসহ চোর গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ২৪-০৯-২০২২
রাজশাহীতে চোরই মোটর সাইকেলসহ চোর গ্রেফতার রাজশাহীতে চোরই মোটর সাইকেলসহ চোর গ্রেফতার


রাজশাহী মহানগরীতে চোরাই মোটরসাইকেলসহ মোঃ আল আমিন(২২) নামের এক চোরকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতার মোঃ আল আমিন মহানগরীর বোয়ালিয়া থানার সপুরা এলাকার মোঃ আব্দুল মোতালেবের ছেলে। 

শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন, মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েল।

তিনি জানান, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় উপশহর এলাকার মোঃ শাহীন আলম (৪২) নামের এক ব্যক্তির মোটরসাইকেলের তালা ভেঙ্গে তার ব্যবহৃত লাল রংয়ের (YAMAHA FAZER 153 CC) মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় তিনি বোয়ালিয়া মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

এরপর শুক্রবার (২৩ সেপ্টেম্বর) মহানগর গোয়েন্দা পুলিশের শহরজুড়ে ব্যপক অভিযান চালিয়ে রাত ৯টায় মহানগরীর রাজপাড়া থানাধীন পুরাতান বক্ষ্যব্যাধী হাসপাতালের প্রাচীরের ভিতর থেকে চুরি হওয়া মোটরসাইকল উদ্ধার করা হয়। এ সময় চোর মোঃ আল আমিনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। 

অভিযানটি পরিচালনা করেন, মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার, মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নের্তৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ, এসআই মোঃ আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোস।

জিজ্ঞসাবাদে চোর স্বীকার করে, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকালে উপশহর এলাকার একটি বাসার সামনে থেকে মোটরসাইকেলটি তালা ভেঙ্গে চুরি করে। 

সে আরও জানায়, সে একজন পেশাদার চোর। দীর্ঘদিন যাবত মহানগরীতে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে বাসা বাড়ীর সামনে রাখা মোটরসাইকেল সুযোগ বুঝে তালা ভেঙ্গে চুরি করে আসছে। 

এ ব্যপারে ভুক্তভেগী মোঃ শাহীন আলম(৪২) বাদী হয়ে এক মামলা দায়ের করেছেন। 

শনিবার সকালে সংশ্লিষ্ট থানার মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি মোঃ আরেফিন জুয়েল।