২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১০:৪৪:০২ পূর্বাহ্ন


রাজশাহীতে “প্রবাসী সহায়তা সেল” এর সেবা প্রদান কার্যক্রম জেলা পুলিশের
মাসুদ রানা রাব্বানী
  • আপডেট করা হয়েছে : ০৩-০২-২০২২
রাজশাহীতে “প্রবাসী সহায়তা সেল” এর সেবা প্রদান কার্যক্রম জেলা পুলিশের রাজশাহীতে “প্রবাসী সহায়তা সেল” এর সেবা প্রদান কার্যক্রম জেলা পুলিশের


রাজশাহী জেলা পুলিশের “প্রবাসী সহায়তা সেল” কার্যক্রম চলমান রয়েছে। বিদেশে অবস্থানরত রাজশাহীর যে কোন ব্যক্তি বা রাজশাহীতে অবস্থানরত প্রবাসী পরিবারের সদস্যগণ এবং আত্মীয়-স্বজনদের সহযোগীতার লক্ষ্যে এই “প্রবাসী সহায়তা সেল”। 

রাজশাহীর পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন, বিপিএম(বার) এর সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সালেহ মোঃ আশরাফুল আলম প্রবাসী সহায়তা সেলের ফোকাল পয়েন্ট অফিসার হিসেবে কাজ করছেন। 

সেখানে একজন পুলিশ পরিদর্শক, একজন এসআই ও তিনজন কনস্টেবলের সমন্বয়ে প্রবাসী সহায়তা সেল গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(সদর), মোঃ ইফতে খায়ের আলম। 

তিনি জানান, প্রবাসী পরিবারের সদস্যদের বিভিন্ন সময় তাদের স্থায়ী ঠিকানায় বিভিন্ন প্রকার আইনগত জটিলতার সম্মুখীন হতে হয়। প্রবাসে অবস্থান করার কারণে তাদের পক্ষে সুদূর প্রবাস থেকে এই সব সমস্যার সমাধান করা সম্ভব হয় না। ফলে তাদের অনেকেই প্রবাস জীবনে পরিবারের সদস্যদের নিয়ে দুশ্চিন্তায় থাকেন।  এই সমস্যায় পাশে থেকে সহযোগীতা করার লক্ষ্যে রাজশাহীতে অবস্থানরত প্রবাসী পরিবারের সদস্যগণ/আত্মীয়-স্বজনদের জন্য চালু রাখা হয়েছে “প্রবাসী সহায়তা সেল”। 

সহযোগীতায় যোগাযোগ নম্বর ০১৩২০-১২৩৪৯৮ বা টেলিফোন নম্বর-০২৫৮৮৮৫৪৯৭৩ এ সরাসরি যোগাযোগ করে অথবা ০১৩২০-১২৩৪৯৮ নম্বর হোয়াটস অ্যাপে (Whatsapp) বার্তা প্রদান করে অপরাধ সংক্রান্ত যে কোন অভিযোগ জানাতে পারেন বা গুরুত্বপূর্ণ বিষয়ে আইনগত পরামর্শ পেতে পারেন বলেও জানান জেলা পুলিশের এই মুখপাত্র।

রাজশাহীর সময় /এএইচ