১২ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:০১:৫০ অপরাহ্ন


নাবালককে গণধর্ষণের পর গোপনাঙ্গে ঢোকানো হল রড
আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২৫-০৯-২০২২
নাবালককে গণধর্ষণের পর গোপনাঙ্গে ঢোকানো হল রড নাবালককে গণধর্ষণের পর গোপনাঙ্গে ঢোকানো হল রড


ফের ধর্ষণের ঘটনায় শিরোনামে উঠে এল দিল্লি। ফিরে এল নির্ভয়া-স্মৃতি। তবে এবার নির্যাতনের শিকার হল এক ১২ বছরের নাবালক। গণধর্ষণের অভিযোগ উঠল চার জনের বিরুদ্ধে। শুধু তাই নয় আরও অভিযোগ, ধর্ষণের পর নাবালকের অত্যাচারও চালায় তারা। ঘটনায় একজনকে পুলিশ গ্রেফতার করতে পারলেও বাকিরা পলাতক। 

জানা গেছে, দিল্লির মহিলা কমিশনের কাছে ওই নাবালকের মা অভিযোগ জানান। ঘটনাটি ঘটেছে দিল্লির সেলামপুর এলাকায়। মায়ের অভিযোগ অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর চার জন তাঁর ছেলেকে ধর্ষণ করে। পরে তার গোপনাঙ্গে লোহার রডও ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে।

বেধড়ক মারধরের ফলে রাস্তার মাঝেই নির্যাতিত ছেলেটি জ্ঞান হারায়। পরে বাড়ি ফিরে এলেও ভয়ে কিছু বলতে পারে না। তবে যন্ত্রণায় কাতরাতে দেখে সন্দেহ হয় পরিবারের। জোরাজুরি করায় গোটা ঘটনাটি জানায় সে।

পরিবারের তরফে তৎক্ষনাৎ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে তার। এদিকে চার জনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগও জানান ছেলেটির বাবা-মা। পুলিশ এফআইআর পাওয়ার পরেই তদন্তে নামে। ঘটনায় দিল্লি পুলিশকে নোটিসও পাঠিয়েছে দিল্লি মহিলা কমিশন। ঘটনার সঙ্গে যুক্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের সন্ধান চালাচ্ছে।