১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০৯:৪৮:১৬ অপরাহ্ন


রাসিকের দারুচিনি প্লাজা নিয়ে সংশোধিত চুক্তিপত্র দলিল স্বাক্ষরিত
আবু হেনা
  • আপডেট করা হয়েছে : ০৩-০২-২০২২
রাসিকের দারুচিনি প্লাজা নিয়ে সংশোধিত চুক্তিপত্র দলিল স্বাক্ষরিত রাসিকের দারুচিনি প্লাজা নিয়ে সংশোধিত চুক্তিপত্র দলিল স্বাক্ষরিত


পাবলিক প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি) এর আওতায় রাজশাহী সিটি কর্পোরেশনের নির্মাণাধীন দারুচিনি প্লাজা নিয়ে সংশোধিত চুক্তিপত্র দলিল স্বাক্ষরিত হয়েছে। 

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে সংশোধিত চুক্তিপত্র দলিলে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন স্বাক্ষর করেন। 

আর উদ্যোগী সংস্থা শামসুজ্জামান জেভি‘র পক্ষে প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটার মোঃ শামসুজ্জামান আওয়াল চুক্তিপত্র দলিলে স্বাক্ষর করেন। এরপর দারুচিনি প্লাজার নির্মাণ কাজের অগ্রগতি করতে শামসুজ্জামান জেভি ও এমএসসি ডেভেলপার্স লিমিটেডের মধ্যে এক এমওইউ স্বাক্ষরিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, শামসুজ্জামান জেভি‘র প্রোপ্রাইটার মোঃ শামসুজ্জামান আওয়াল, এমএসসি ডেভেলপারস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন, এনাম ট্রেডওয়ে ইন্টারন্যাশনালের প্রোপ্রাইটার মো. এনায়েতুর রহমান, সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, তত্ত্বাবায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, সম্পত্তি কর্মকর্তা আবু নূর মোঃ মতিউর রহমান, রাজশাহী জেলা ও সদর দলিল লেখক সমিতির সভাপতি মোঃ মহিদুল হক প্রমুখ।

রাজশাহীর সময় /এএইচ