১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০১:১৫:২০ অপরাহ্ন


সারাদেশে হতে পারে বজ্রসহ ঝড়ো হাওয়া ও বৃষ্টি
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০৪-০২-২০২২
সারাদেশে হতে পারে বজ্রসহ ঝড়ো হাওয়া ও বৃষ্টি সারাদেশে হতে পারে বজ্রসহ ঝড়ো হাওয়া ও বৃষ্টি


দেশের আট বিভাগের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সাথে বয়ে যেতে পারে বজ্রসহ ঝড়ো হাওয়া বৃষ্টিও। 

শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর‌্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

সারাদেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আবহাওবিদরা জানান, আজ বৃষ্টি হলেও আগামী তিন দিনে তা কমে যাবে।

রাজশাহীর সময় / এম জি