২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১১:৪৫:১৫ অপরাহ্ন


শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপি'র সাইবার পেট্রোলিং
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ০২-১০-২০২২
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপি'র সাইবার পেট্রোলিং শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপি'র সাইবার পেট্রোলিং


রাজশাহী মহানগরীতে শারদীয় দুর্গোৎসব আমেজের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। চলমান উৎসবকে নিরাপত্তা দিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সব রকমের ব্যবস্থা গ্রহণ করেছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে রাজশাহী মহানগরীকে সর্বোচ্চ নিরাপত্তা ও নজরদারির আওতায় নিয়ে আসা হয়েছে। মেট্রোপলিটন এলাকার সব পুজামন্ডপ-সহ গুরুত্বপূর্ণ এলাকায় ৫০০-এর অধিক ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। আরএমপি'র সাইবার ক্রাইম ইউনিট থেকে সার্বক্ষণিক সোসাল মিডিয়া মনিটরিং ও সাইবার পেট্রোলিং-এর কার্যক্রম চলমান রয়েছে। 

সকল গুরুত্বপূর্ণ স্থাপনা ও পুজামন্ডপ সমূহে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

 সমগ্র রাজশাহী মেট্রোপলিটন এলাকা সেন্ট্রাল সিসি ক্যামেরা ইউনিট থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

এর মাধ্যমে রাজশাহী মেট্রোপলিটন এলাকার সকল সন্ধিগ্ধ ও উগ্রপন্থিদের গতিবিধি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

রাজশাহী মেট্রোপলিটন এলাকার সকল কিশোর গ্যাংদের নিয়ে বহুল তথ্য সম্বলিত "কিশোর গ্যাং ডিজিটাল ডাটাবেজে" এ  সংরক্ষিত সকল কিশোর গ্যাংদের সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। 

বহুল তথ্য সম্বলিত "হ্যালো আরএমপি এ্যাপ" এর মাধ্যমে খুব সহজে যে কোন তথ্য ও অভিযোগ দেয়া যাবে এবং অতি দ্রুত সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরএমপি'র সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে সকল সামাজিক যোগাযোগ মাধ্যম সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। 

 অন-লাইন প্লাটফর্মে যে কোন অপ্রীতিকর ঘটনা বা অপ-প্রচার প্রতিরোধে সার্বক্ষণিক সাইবার পেট্রোলিং ও মনিটরিং করা হচ্ছে।

জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট এলাকার বিট অফিসার, থানার অফিসার ইনচার্জ ও আরএমপি'র কন্ট্রোল রুমে যোগাযোগ করা যাবে।