ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনায় ডেঙ্গু প্রতিরোধে টিডিপির প্রশংসনীয় উদ্যোগ: স্বেচ্ছাশ্রমে সুইজগেট খাল পরিষ্কার আনসার ভিডিপি'র মহাপরিচালকের শফিপুর আনসার ভিডিপি একাডেমি পরিদর্শনে রাজশাহীতে ঋণের দায়ে ও খাওয়ার অভাবে চার মৃত্যু, ধার করে চল্লিশা ক্যাটরিনাকে বিয়ের আগে রাধিকার সঙ্গে সম্পর্ক? অভিনেত্রীর বা়ড়ি থেকে পাওয়া গেল ভিকির বিশেষ জিনিস রাশিয়া থেকে তেল কিনে যাচ্ছে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্যেরাও! পাকিস্তান, চিনের আকাশ হামলা ঠেকাতে থ্রিডি রেডার পেল নৌসেনা, স্পেনের সহযোগিতায় বানাল টাটা শতায়ুর সংখ্যায় লাখ ছুঁইছুঁই জাপানে, নতুন তথ্য প্রকাশ করল সরকার! বেশি দিন বাঁচার রহস্য কী? শাহরুখ কন্যা সুহানার ২ মিনিট ৩১ সেকেন্ডের ভিডিও, রইল নায়িকা রাধিকার পর্ন ভিডিও এখন বাজারে নোয়াখালীতে ৪২৫ কচ্ছপ উদ্ধার মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০ শাহজাদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সেলিম রেজা গ্রেফতার ফেনীতে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার, ৪টি চোরাই গরু উদ্ধার গাছ প্রিয় রাণীশংকৈলের করিমুল রাজশাহীতে প্রাথমিক শিক্ষায় অচলাবস্থা: এক-তৃতীয়াংশ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি রাজশাহীতে ২৪ লাখ টাকার স্বর্ণলংকার উদ্ধার; নারী-সহ দুই চোর গ্রেফতার গোদাগাড়ী খাদ্য গুদামে নিম্নমানের চাল মজুদের অভিযোগ কুষ্টিয়ায় রেড ক্রিসেন্টের যুব স্বে”ছাসেবীদের দুর্যোগ প্রশিক্ষণ শুরু। লালপুরে হজ্ব পরবর্তী করণীয় শীর্ষক আলোচনা সভা

ইসলামে পরিচ্ছন্নতার গুরুত্ব

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০২:৫১:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০২:৫১:৫০ অপরাহ্ন
ইসলামে পরিচ্ছন্নতার গুরুত্ব প্রতিকী ছবি
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা মানুষকে শুধু ইবাদত শেখায় না; বরং জীবনের প্রতিটি ক্ষেত্র ব্যক্তিগত, সামাজিক, পরিবেশগত সবকিছুর সুস্থতা ও ভারসাম্য রক্ষা করতে শেখায়।

পরিচ্ছন্নতা ইসলামের মৌলিক নীতিগুলোর একটি, যা কুরআন ও হাদিসে ব্যাপক গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। বিশেষত কোরবানির সময় যখন প্রচুর পশু জবাই হয়, তখন এই পরিচ্ছন্নতার দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
 
ইসলামে পরিচ্ছন্নতার মর্যাদা 
إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ  নিশ্চয় আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালোবাসেন। (সুরা বাকারা২২২)  আর তোমার পোশাককে পবিত্র রেখো। (সুরা মুদ্দাসসির:৪)
 
এই আয়াতগুলোতে পরিষ্কারভাবে বুঝা যায়, শারীরিক, বস্ত্রগত ও পরিবেশগত পরিচ্ছন্নতা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

الطُّهُورُ شَطْرُ الْإِيمَانِ  পবিত্রতা হলো ইমানের অর্ধেক। (সহিহ মুসলিম:২২৩) إِنَّ اللَّهَ طَيِّبٌ يُحِبُّ الطَّيِّبَ، نَظِيفٌ يُحِبُّ النَّظَافَةَ নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতাকে ভালোবাসেন; তিনি পরিচ্ছন্ন, পরিচ্ছন্নতাকেও ভালোবাসেন। (সুনানুত তিরমিজি: ২৭৯৯)

কোরবানির সময় পরিচ্ছন্নতা রক্ষার ইসলামি নির্দেশনা
কোরবানির মূল লক্ষ্য তাকওয়া অর্জন। لَن يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَٰكِن يَنَالُهُ التَّقْوَىٰ مِنكُم আল্লাহর কাছে এসব (কোরবানির পশুর) গোশত ও রক্ত পৌঁছে না, বরং তোমাদের পক্ষ থেকে পৌঁছে শুধু তোমাদের তাকওয়া। (সুরা হজ২২:৩৭)
 
তাই কোরবানিকে শুধু পশু জবাই মনে না করে তাকওয়ার প্রকাশ হিসেবে দেখতে হবে, যার অন্তর্ভুক্ত হলো পরিচ্ছন্নতা রক্ষা ও মানুষকে কষ্ট না দেওয়া।

পরিবেশদূষণ ও মানুষের কষ্ট
রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
 
اتَّقُوا اللَّاعِنَيْنِ، قالوا: وما اللَّاعِنَانِ يا رسول الله؟ قال: الَّذي يَتَخَلَّى في طَريقِ النَّاسِ أو في ظِلِّهِمْ দুটি অভিশপ্ত কাজ থেকে বাঁচো। সাহাবিরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহুর রসুল কী সেই দুটি কাজ? তিনি বললেন; এমন জায়গায় পায়খানা করা যেখানে মানুষ চলাচল করে বা ছায়া গ্রহণ করে। (সহিহ মুসলিম: ২৬৯) 

যে কাজ মানুষের জন্য কষ্টদায়ক, ইসলাম তা নিষিদ্ধ করেছে। কোরবানির রক্ত, গোশতের আবর্জনা ও হাড়গোড় যত্রতত্র ফেলা মানুষের চলাফেরা, স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর। তাই এগুলোর যথাযথ ব্যবস্থাপনা একটি ইসলামি কর্তব্য।

কোরবানির সময় পরিচ্ছন্নতা বাস্তবায়নের করণীয়
১. নির্ধারিত স্থান বা স্লটার হাউজ ব্যবহার করা, যেন রাস্তাঘাট, বাসাবাড়ি ও খোলা জায়গায় রক্ত বা বর্জ্য ছড়িয়ে না পড়ে।
২. আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা ও মাটি দিয়ে ঢেকে দেওয়া, নজীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যুগে অনেক সময় রক্ত মাটিচাপা দেওয়া হতো। এই সুন্নাহ  অনুসরণযোগ্য।
৩. পরিষ্কারপরিচ্ছন্নতার ব্যবস্থা রাখা, কোরবানির স্থান ও চারপাশ পরিষ্কার করে ফেলা, জীবাণুনাশক ব্যবহার ইত্যাদি। ৪. পানি ও ড্রেনেজ ব্যবস্থার খেয়াল রাখা। যেন রক্ত বা আবর্জনা পানির উৎসে না মেশে।

সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব
রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
 
كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ  তোমাদের প্রত্যেকেই একজন দায়িত্বশীল এবং প্রত্যেকেই নিজের দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করবে। (সহিহ বুখারি:৮৯৩) 

তাই ব্যক্তি, পরিবার, সমাজ, প্রশাসন, সবাইকে কোরবানির সময় পরিচ্ছন্নতা রক্ষায় সম্মিলিতভাবে দায়িত্ব নিতে হবে। ইসলামের দৃষ্টিতে পরিচ্ছন্নতা কোনো গৌণ বিষয় নয়; বরং ইমান ও তাকওয়ারই একটি গুরুত্বপূর্ণ শাখা। 
 
কোরবানির সময় আমরা শুধু পশু জবাইয়ের আনুষ্ঠানিকতায় না মেতে উঠে এর পরিবেশগত, সামাজিক এবং আত্মিক শিক্ষাও অনুধাবন করি। পরিচ্ছন্নতা বজায় রেখে কোরবানিকে একটি সৌন্দর্যমণ্ডিত, সুস্থ ও বরকতময় ইবাদতে পরিণত করি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি