ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমি নাকি বিয়ে নিয়ে খুব প্রেশার দিই ওকে নেপালের অন্তর্বর্তী সরকারপ্রধানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন খুলনায় ডেঙ্গু প্রতিরোধে টিডিপির প্রশংসনীয় উদ্যোগ: স্বেচ্ছাশ্রমে সুইজগেট খাল পরিষ্কার আনসার ভিডিপি'র মহাপরিচালকের শফিপুর আনসার ভিডিপি একাডেমি পরিদর্শনে রাজশাহীতে ঋণের দায়ে ও খাওয়ার অভাবে চার মৃত্যু, ধার করে চল্লিশা ক্যাটরিনাকে বিয়ের আগে রাধিকার সঙ্গে সম্পর্ক? অভিনেত্রীর বা়ড়ি থেকে পাওয়া গেল ভিকির বিশেষ জিনিস রাশিয়া থেকে তেল কিনে যাচ্ছে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্যেরাও! পাকিস্তান, চিনের আকাশ হামলা ঠেকাতে থ্রিডি রেডার পেল নৌসেনা, স্পেনের সহযোগিতায় বানাল টাটা শতায়ুর সংখ্যায় লাখ ছুঁইছুঁই জাপানে, নতুন তথ্য প্রকাশ করল সরকার! বেশি দিন বাঁচার রহস্য কী? শাহরুখ কন্যা সুহানার ২ মিনিট ৩১ সেকেন্ডের ভিডিও, রইল নায়িকা রাধিকার পর্ন ভিডিও এখন বাজারে নোয়াখালীতে ৪২৫ কচ্ছপ উদ্ধার মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০ শাহজাদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সেলিম রেজা গ্রেফতার ফেনীতে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার, ৪টি চোরাই গরু উদ্ধার গাছ প্রিয় রাণীশংকৈলের করিমুল রাজশাহীতে প্রাথমিক শিক্ষায় অচলাবস্থা: এক-তৃতীয়াংশ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি রাজশাহীতে ২৪ লাখ টাকার স্বর্ণলংকার উদ্ধার; নারী-সহ দুই চোর গ্রেফতার গোদাগাড়ী খাদ্য গুদামে নিম্নমানের চাল মজুদের অভিযোগ

পর পর ছবিতে নগ্নতা! খোলামেলা দৃশ্য নিয়ে ছুতমার্গ সরিয়েছেন রাধিকা আপ্তে?

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০৭:৫৭:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০৭:৫৭:০৯ অপরাহ্ন
পর পর ছবিতে নগ্নতা! খোলামেলা দৃশ্য নিয়ে ছুতমার্গ সরিয়েছেন রাধিকা আপ্তে? পর পর ছবিতে নগ্নতা! খোলামেলা দৃশ্য নিয়ে ছুতমার্গ সরিয়েছেন রাধিকা আপ্তে?
প্রতিটি ছবিতে অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন রাধিকা আপ্তে। সাহসী ও শক্তিশালী চরিত্রে যেন অনায়াসে নিজেকে মিলিয়ে দিতে পারেন তিনি। অভিনেত্রীর অনুরাগীরা এমনই মনে করেন। এমনকি, চিত্রনাট্যের প্রয়োজনে নগ্নতাকেও স্বাভাবিক রূপ দিয়েছেন রাধিকা। বলা ভাল, ভারতীয় ছবিতে নগ্নতা নিয়ে ছুতমার্গ বেশ কিছুটা কমিয়ে দিয়েছেন অভিনেত্রী।

চিত্রনাট্যের প্রয়োজন হলেও, বহু অভিনেত্রী আজও পর্দায় নগ্নতায় স্বচ্ছন্দ নন। সেই জায়গায় রাধিকা বার বার ঝুঁকি নিয়েছেন। কখনও নগ্ন দৃশ্যে অভিনয়, কখনও আবার সম্পূর্ণ প্রসাধনহীন চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। কর্ণ কান্ধারির ছবি ‘সিস্টার মিডনাইট’ ছবিতে রাধিকার নগ্ন দৃশ্য রয়েছে। টুবি নামে এক ওটিটি মঞ্চে সেই ছবি ‘এ’ শংসাপত্র-সমেত চলছে। তবে সেন্সর বোর্ডের নির্দেশ, সেই দৃশ্যটি ছবি থেকে মুছে ফেলতে হবে। তবে এই প্রথম নয়। দেখে নেওয়া যাক, কোন কোন ছবিতে সাহসী চরিত্রে দেখা গিয়েছে রাধিকাকে—

‘দ্যাট ডে আফটার এভরিডে’: অনুরাগ কাশ্যপের স্বল্প দৈর্ঘের ছবিতে দেখা গিয়েছে রাধিকাকে। ছবিতে রাস্তাঘাটে তিন মহিলার হেনস্থার চিত্র তুলে ধরা হয়েছে। ছবিতে রাধিকার নগ্ন দৃশ্য নেই। কিন্তু রাধিকার চরিত্রটির মুখে ছিল না কোনও প্রসাধন। তার বদলে চোখেমুখে ভরা ছিল কালশিটে। অত্যাচারের জেরে শরীরের উপর কী প্রভাব পড়ে, তা অভিব্যক্তির মাধ্যমে তুলে ধরেন রাধিকা।

‘বদলাপুর’: বরুণ ধওয়ান অভিনীত এই ছবিতে কোকো নামে একটি চরিত্রে অভিনয় করেছিলেন রাধিকা আপ্তে। ছবিতে খোলামেলা দৃশ্যে অভিনয় করেছিলেন অভিনেত্রী। বরুণ ধওয়ান তাঁর পোশাক খুলছেন, এমন একটি দৃশ্যে দেখা গিয়েছিল তাঁকে। তবে শুধুই খোলামেলা দৃশ্য নয়। তাঁর অভিনয়কেও কুর্নিশ জানিয়েছিলেন অনুরাগীরা।

‘পার্চড’: রাধিকার অভিনয় জীবনে এটি একটি গুরুত্বপূর্ণ ছবি। ছবির একটি নগ্ন দৃশ্য ছড়িয়ে প়ড়িয়েছিল। তা নিয়ে বিতর্কও হয়েছিল বিস্তর। সেই প্রসঙ্গে সাক্ষাৎকারে রাধিকা বলেছিলেন, “মহিলার দেহমাত্রই তা যৌনতার প্রতীক নয়।”

‘ম্যাডলি’: অনুরাগ কাশ্যপের এই ছবিতে অর্চনা নামে একটি চরিত্রে অভিনয় করেছিলেন। দাম্পত্যে অত্যাচারিত হওয়ায় আতঙ্ক তাড়া করে বেড়ায় রাধিকা অভিনীত চরিত্রটিকে।

‘দ্য ওয়েডিং গেস্ট’: এই ছবিতে দেব পটেলের বিপরীতে দেখা গিয়েছে রাধিকাকে। ছবিতে দু’জনের মধ্যে একটি যৌন দৃশ্য ছিল। সেই দৃশ্য সামাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তবে যৌনতার জন্য শুধু নয়, দৃশ্যে দু’জনের আবেগপ্রবণ অভিনয় আলোচিত হয়েছিল।

‘সিস্টার মিডনাইট’: উমা নামে এক মহিলার চরিত্রে অভিনয় করেন রাধিকা। সম্বন্ধ করে বিয়ে হয় তার। তবে সেই বিয়ে নিয়ে খুব একটা স্বচ্ছন্দ নয় উমা। এই ছবিতে নগ্ন দৃশ্যে অভিনয় করেছেন অভিনেত্রী।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি