ঢাকা , শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ , ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫০ পেরোতেই মলাইকার জীবনে নতুন কেউ নিজের চেষ্টায় জায়গা করেছেন বলিউডে, অযাচিত ‘ব্যক্তিগত আক্রমণ’ কী ভাবে এড়িয়ে যান সারা? কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন ভোলায় পুকুরে গোসল করতে নেমে দুই চাচাতো বোনের মৃত্যু নভেম্বরেই গণভোট চায় জামায়াতসহ ৮ দল নিজের চেষ্টায় জায়গা করেছি বলিউডে: সারা ব্যথা-বেদনা থেকে নিস্তার পেতে বদলে ফেলুন রান্নার তেল গরুর মাংস খাওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর কাপুর জেলে যেভাবে কাটছে ফুটবলার রবিনহোর সময় প্রশান্ত মহাসাগরে ধ্বংস করা হল আরও এক মাদকবোঝাই নৌকা! জুমার রাতে সুরা দোখান পাঠের ফজিলত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু কৌশানির নাচের মাঝেই মঞ্চে ধরে গেল আগুন ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ রাশমিকা মন্দানা ভালো মা হতে চান আগে রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার পড়ি, পরে মন্তব্য : প্রেস সচিব বলিউড অভিনেত্রীর দাউদ ইব্রাহিমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ পাকিস্তানের আকাশে হঠাৎ অদ্ভুত মেঘ, ঘটনা কী? ভারতে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ায় দেশদ্রোহিতা মামলার নির্দেশ

মতিহারে বাইক-অটোরিক্সার সংঘর্ষে রাবি শিক্ষার্থী ফাহিম নিহত

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০২:১২:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০২:৪৫:৫৮ পূর্বাহ্ন
মতিহারে বাইক-অটোরিক্সার সংঘর্ষে রাবি শিক্ষার্থী ফাহিম নিহত মতিহারে বাইক-অটোরিক্সার সংঘর্ষে রাবি শিক্ষার্থী ফাহিম নিহত
রাজশাহী নগরীর বিনোদপুর বাজারে বাইক-অটোরিকশার সংঘর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের ৬৭ ব্যাচের মেধাবী শিক্ষার্থী ইফতেখারুল ইসলাম ফাহিম (২২) নিহত হয়েছেন। 

বুধবার (৩ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর মতিহার থানার বিনোদপুর বাজার সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে ফাহিম বিনোদপুর বাজার থেকে ক্যাম্পাসে ফিরছিলেন। পথে একটি অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের সাথে সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। এ সময় তাকে তাঁর সহপাঠীরা উদ্ধার করে দ্রæত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করেন। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরিক্ষা নিরিক্ষা শেষে রাত সোয়া ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

রামেক পুলিশ বক্সের দায়িত্বরত কন্সটেবল মোঃ সিহাব হোসেন জানান, ফাহিমের সহপাঠীরা মুমূর্ষ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। শেষ পর্যন্ত তিনি মারা যান। 

এ ব্যপারে জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মালেক বলেন, নিহত শিক্ষার্থীর পরিবারের অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে আলোচনা সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ইফতেখারুল ইসলাম ফাহিমের মৃত্যুর খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। ঝাঁকে ঝাঁকে শিক্ষার্থীরা তাকে দেখতে ছুটে যান রামেক হাসপাতালে । 

রাবি ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোসাঃ মিতু খাতুন বলেন, ফাহিম বিশ্ববিদ্যালয়ে একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলেন। তার অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি সহপাঠী, শিক্ষক ও বন্ধুদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনায় শোকসভা আয়োজন করা হবে এবং তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী ফাহিমের অকাল মৃতুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত বলে জানান সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ

রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ