ঢাকা , শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ , ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বৈষম্যবিরোধী মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেফতার -২ প্রিয়ঙ্কা-মলাইকা-জাহ্নবীদের নির্মেদ চেহারার রহস্য ফাঁস রাণীনগরে বিদ্যালয়ে ভাঙচুরের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে বরিশাল বন কর্মকর্তার ১৭ স্ত্রী, শাস্তির দাবিতে মানববন্ধন যে আমলের কারণে সবচেয়ে বেশি মানুষ জান্নাতে যাবে নোয়াখালীতে মাছ ধরার ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণে বাবুর্চি দগ্ধ আল্লাহ যাদের হেদায়েত বৃদ্ধি করে দেন রোনালদোকে ‘সর্বকালের সেরা’ ঘোষণা মামলার আশ্বাসে টাকা আত্মসাৎ, যুবদল নেতা নিজেই কারাগারে সাকিব-মাহমুদউল্লাহর ২ রেকর্ড ভাঙলেন লিটন দাস সারাদেশে চালের বাজারে আগুন, নাভিশ্বাস উঠছে ক্রেতার হাসিনার আমলে কোটি কোটি ডলার পাচারের কাহিনী: ফিনান্সিয়াল টাইমসের ডকুমেন্টারি ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্টের ২৭ বছর জেল এশিয়া কাপে জয় দিয়ে শুরু করল বাংলাদেশ জাকসু নির্বাচনের দায়িত্ব পালনকালে শিক্ষকের মৃত্যু সিলেটের আবাসিক হোটেলে এক নারীর সঙ্গে ৩ পুরুষ, অতঃপর... মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৩ মদ্যপ অবস্থায় চালকের বেপরোয়া গতি, গাড়ি দোকানে ঢুকে দোকানি নিহত নেপালের রাজনীতিবিদদের সন্তানদের বিলাসী জীবন, ‘শো-অফে’ ক্ষেপে ওঠে ছাত্র-জনতা! রাজনৈতিক ভিন্নমত থাকলেও ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন: প্রেস সচিব

এশিয়া কাপে জয় দিয়ে শুরু করল বাংলাদেশ

  • আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০১:২৮:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০১:২৮:১৬ অপরাহ্ন
এশিয়া কাপে জয় দিয়ে শুরু করল বাংলাদেশ ছবি- সংগৃহীত
অধিনায়ক লিটন দাস ও তৌহিদ হৃদয়ের জুটিতে হংকংকে সাত উইকেটে হারিয়ে এশিয়া কাপের অভিযান শুরু করল বাংলাদেশ। তবে যে হংকংকে ৯৪ রানের বড় ব্যবধানে হারিয়েছিল আফগানিস্তান, তাদেরই হারাতে প্রায় কালঘাম ছুটল বাংলাদেশের। প্রথমে ব্যাট করে হংকং করেছিল সাত উইকেট হারিয়ে ১৪৩। বাংলাদেশ ১৭.৪ ওভারে সেই রান তুলল সাত উইকেট হারিয়ে। 

২৪ রানে প্রথম উইকেটের পতন হয় বাংলাদেশের। এরপর ৪৭ রানে টাইগাররা তাদের দ্বিতীয় উইকেটটি হারায়। তবে এরপর ম্যাচের রাশ হাতে নিয়ে নেন লিটন ও হৃদয়। তৃতীয় উইকেটের জুটিতে ওঠে ৯৫ রান। এশিয়া কাপে বাংলাদেশের হয়ে রেকর্ড রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন এই দুই ব্যাটার। 

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে হংকংকে ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ২০ ওভারে সাত উইকেটে ১৪৩ রান করে হংকং। জবাবে, বাংলাদেশ ১৭.৪ ওভারে তিন উইকেটে ১৪৪ রান করে এবং ম্যাচটি জিতে নেয়।

বাংলাদেশ অধিনায়ক লিটন দাস এবং তৌহিদ হৃদয়ের জুটিতে ওঠে ৯৫ রান, যা টি-টোয়েন্টি এশিয়া কাপে তৃতীয় উইকেট বা তার নীচের জুটিতে চতুর্থ সর্বোচ্চ রান। এর আগে, ২০২২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব ৯৭ রানের জুটি গড়েছিলেন। এই ক্ষেত্রে শীর্ষে রয়েছেন পাকিস্তানের শোয়েব মালিক এবং উমর আকমল, যাঁদের ২০১৬ সালে সংযুক্ত আরব আমিরশাহির বিপক্ষে ১১৪* রানের সর্বোচ্চ জুটি ছিল। দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবের জুটি, যাঁরা ২০২২ সালে হংকংয়ের বিপক্ষে ৯৮ রানের অপরাজিত জুটি খেলেছিলেন।

লিটন দাসের বড় অর্জন
হংকংয়ের বিরুদ্ধে লিটন দাস ৩৯ বলে ৫৯ রান করে আউট হন। তিনি ছয়টি চার এবং একটি ছক্কা হাঁকান। তৌহিদ ৩৬ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন। এটি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে লিটনের চতুর্থ অর্ধশতক। পাশাপাশি টি-টোয়েন্টি এশিয়া কাপে ৫০+ রান করা বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হলেন তিনি। এর আগে এই রেকর্ডটি ছিল সাব্বির রহমানের নামে, যিনি ২০১৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৮০ রানের ইনিংস খেলেছিলেন।

প্রথম জয়ে খুশি বাংলাদেশ অধিনায়ক
এশিয়া কাপে জয় দিয়ে শুরু করার পর বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, “প্রথম ম্যাচ জেতা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা গত দু’টি সিরিজে ভাল ক্রিকেট খেলেছি, কিন্তু এশিয়া কাপের চাপ ভিন্ন। আমরা খুব ভাল খেলেছি। আমাদের ফাস্ট বোলিং বিভাগ গত কয়েক বছরে খুব ভাল করেছে, এবং আমরা কেবল একজন লেগ স্পিনার খুঁজছিলাম। রিশাদ সেই ভূমিকায় নিজেকে প্রমাণ করেছে। উইকেট একটু স্লো ছিল, তাই আমাদের মাঝের ওভারগুলিতে সাবধানে খেলতে হয়েছে। তবে আমরা বড় মাঠের সুবিধা নিয়ে খুচরো রান তুলতে চেয়েছিলাম।”

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
রাজশাহীতে বৈষম্যবিরোধী মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেফতার -২

রাজশাহীতে বৈষম্যবিরোধী মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেফতার -২