ঢাকা , বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ , ২২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বহুল আলোচিত মহাসড়কে ডাকাতির ঘটনায় গ্রেফতার ২ চট্টগ্রামে ফুল মিয়া হত্যা: প্রধান আসামি মোবারক গ্রেপ্তার লক্ষ্মীপুরে অভাবের তাড়নায় স্ত্রীর ওড়না পেঁচিয়ে স্বামীর আত্মহত্যা আব্দুলপুর-রাজশাহী রেলপথ/রেললাইনে ফেলা পাথরের মধ্যে ইটের খোয়া কুষ্টিয়ায় ‘তরুণ প্রজন্মের সফলতার গল্প’ শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত তানোরে ভূল চিকিৎসায় নবজাতকের মৃত্যু থানায় অভিযোগ রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশান আরটিজেএ রাজশাহীতে হিমাগারে আটকে রেখে তরুণীকে নির্যাতনের অভিযোগে আ’লীগ নেতার ছেলে অবরুদ্ধ টাইফয়েডের টিকা নিতে চাইলে টিকার মান নিশ্চিত হবে না, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক সিরাজগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত বাড়ির দু’টি গাছের পাতা দিয়ে তৈরি করে নিন উপকারী হেয়ার মাস্ক পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে স্বৈরাচার-গণহত্যাকারী, থাকছে রাতের ভোটের কথাও যশোরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু আরও কমলো এলপি গ্যাসের দাম বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কোনটি আনডোরা চোট পেয়েছেন এমবাপ্পে, দুশ্চিন্তায় রিয়াল মাদ্রিদের কোচ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনবিহীন আইসক্রিম উৎপাদনকারীকে জরিমানা রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনবিহীন আইসক্রিম উৎপাদনকারীকে জরিমানা রক্তে প্লেটলেটের মাত্রা বাড়াতে পাতে থাকুক এই ৩টি ফল গুরুদাসপুরে প্রবীণ দিবস পালনে র‌্যালী আলোচনা সভা

কুষ্টিয়ায় ‘তরুণ প্রজন্মের সফলতার গল্প’ শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৭-১০-২০২৫ ১১:০২:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৫ ১১:০২:৫৪ অপরাহ্ন
কুষ্টিয়ায় ‘তরুণ প্রজন্মের সফলতার গল্প’ শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় ‘তরুণ প্রজন্মের সফলতার গল্প’ শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত
কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী ‘তরুণ প্রজন্মের সফলতার গল্প’ শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালেেএ  সম্মেলন অনুষ্ঠিত হয়।

নারীপক্ষের উদ্যোগে ও সেতু’র আয়োজনে ‘অধিকার এখানে, এখনই’ প্রকল্পের আওতায় আয়োজিত এ সম্মেলনে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর, মিরপুর এবং দৌলতপুর উপজেলার দেড়শতাধিক তরুণ-তরুণী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, প্রকল্প সংশ্লিষ্ট ইউনিয়নের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং সাংবাদিকবৃন্দ অংশ নেন।

প্রথম পর্বে প্রদর্শিত তথ্যচিত্রে প্রকল্পের আওতাভুক্ত ৮ জেলার প্রকল্পের কার্যক্রম ও ‘তারুণ্যের কণ্ঠস্বর’ প্লাটফর্মের অর্জন, চ্যালেঞ্জ ও সফলতার গল্প তুলে ধরা হয়।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেতু’র নির্বাহী পরিচালক ড. মোহাঃ আব্দুল কাদের।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন নারীপক্ষের প্রকল্প পরিচালক সামিয়া আফরিন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আব্দুস সালাম, উপ-পরিচালক জেলা পরিবার
পরিকল্পনা অধিদপ্তর, মোঃ মতিয়ার রহমান, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, আবু তৈয়ব মোঃ ইউনুস আলী জেলা শিক্ষা অফিসার, মোঃ সুজন রহমান, জেলা
কালচারাল অফিসার, মোঃ শামীম আহম্মেদ খান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, কুষ্টিয়া সদর এবং মোছাঃ তানিয়া সুলতানা, জেলা সমন্বয়কারী, তারুণ্যের
কন্ঠস্বর প্লাটফর্ম, কুষ্টিয়া। আরও বক্তব্য রাখেন মোঃ সালাউদ্দীন খান, প্রধান শিক্ষক, দিনমনি মাধ্যমিক বিদ্যালয়, কুষ্টিয়া, মোঃ নাজমুল হোসেন, উপ-সহকারী
কমিউনিটি মেডিকেল অফিসার, প্রাগপুর, দৌলতপুর, কুষ্টিয়া, মোঃ প্রত্যয় বিন সাফী, প্রতিষ্ঠাতা, রিনিউ আর্থ, মোছাঃ আঁখি সুলতানা, উপজেলা সমন্বয়কারী, তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম, মিরপুর, কুষ্টিয়া।

বক্তারা বলেন, বয়ঃসন্ধিকালীন সময়ে তরুণ-তরুণীদের শারীরিক ও মানসিক পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে সঠিক তথ্য ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরী।
পরিবার, বিদ্যালয় ও সমাজ একযোগে কাজ করলে তারা সঠিক দিকনির্দেশনা পাবে।

পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ এবং কিশোর-কিশোরীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরির ওপর গুরুত্ব আরোপ করা হয়।

নারীপক্ষের প্রকল্প পরিচালক সামিয়া আফরিন জানান, ‘অধিকার এখানে, এখনই’ প্রকল্পের মাধ্যমে নেতৃত্ব বিকাশ, অভিজ্ঞতা বিনিময় ও সামাজিক সচেতনতা সৃষ্টিতে ‘তারুণ্যের কণ্ঠস্বর’ একটি কার্যকর প্লাটফর্ম হিসেবে কাজ করছে।

সম্মেলনে অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা পরিবার, বিদ্যালয় ও সমাজে সচেতনতা সৃষ্টি, বয়সন্ধিকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, অধিকার সুরক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভাপতির বক্তবে সেতু’র নির্বাহী পরিচালক ড. মোহাঃ আব্দুল কাদের ‘অধিকার এখানে, এখনই’ প্রকল্প সংশিষ্ট সবার কর্মকান্ডের প্রশংসা করেন। তিনি সমাজ
পরিবর্তনে যুবদের অব্যাহত উদ্যোগ প্রত্যাশা করেন এবং ভবিষ্যতেও প্রকল্পটি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম কুষ্টিয়া সদর ও মিরপুর উপজেলার সদস্য আশিকুল ইসলাম তপু ও মোছাঃ রিমকি খাতুন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সেতু’র সিনিয়র ব্যবস্থাপক আই.সি.টি সঞ্জয় কুমার বিশ্বাস ও ‘অধিকার এখানে, এখনই’ প্রকল্পের ফেলো মোঃ মিজানুর রহমান।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশান আরটিজেএ

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশান আরটিজেএ