ঢাকা , শনিবার, ১১ অক্টোবর ২০২৫ , ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবমুখরতায় নরোত্তম ঠাকুর'র তিরোভাব মহোৎসব শুরু তানোরে কোচিং সেন্টারে ছাত্রীকে কুপ্রস্তাব শিক্ষককে উত্তম-মধ্যম রাজশাহীতে সমকাল সুহৃদ আয়োজিত বিজ্ঞান বিতর্ক উৎসবে পুলিশ কমিশনার মহানগরীতে পুলিশের অভিযানে আটক ১৯ রাজশাহীতে গাছ হত্যা বন্ধে চিঠি প্রদান সচেতন নগরবাসীর ফ্যাসিস্টের মতো যারা ১৭ বছর ক্ষমতায় থাকতে চায় তারা পি.আর বুঝতে চায় না, জামায়াতে ইসলামী মহানগরীর চাঁন্না সাকুর মোড়ে বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার মহানগরীর চাঁন্না সাকুর মোড়ে বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার তানোরে ভিডাব্লিউবি কার্ড বিতরণে স্বজনপ্রীতি ও দুর্নীতি, বঞ্চিত হতদরিদ্ররা জে-৩০ টেনিস টুর্নামেন্টে চীনের ঝিজিয়ে ইয়াং এর শ্রেষ্ঠত্ব বাল্যবিবাহ বন্ধ করে মেয়েদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে, সিনিয়র সচিব বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী রিপোর্টার্স ইউনিটির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজশাহীতে বালু ভর্তি ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু, আহত আরও একজন রাজশাহীতে বিকাশ-ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার নগদ অর্থ ​পাবনাতে আট লক্ষ শিশুকে প্রদান করা হবে টাইফয়েড টিকা -সিভিল সার্জন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে নাটোরে মিডিয়াকর্মীদের পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত সঞ্জয় দত্ত ও মাধুরীর সম্পর্ক ভেঙে যাওয়ার নেপথ্য কারণ ফিটনেস ঠিক রাখতে শিল্পা শেঠির পরামর্শ অনুদানে ট্রাম্পের কোপ, অর্থাভাবে জর্জরিত রাষ্ট্রপুঞ্জ ২৫ শতাংশেরও বেশি শান্তিরক্ষী ছাঁটাইয়ের পথে যাত্রিবাহী বিমান ধ্বংস এবং ৩৮ জনের মৃত্যৃর জন্য রাশিয়া দায়ী’! অবশেষে দোষ স্বীকার পুতিনের

রাজশাহীতে সমকাল সুহৃদ আয়োজিত বিজ্ঞান বিতর্ক উৎসবে পুলিশ কমিশনার

  • আপলোড সময় : ১০-১০-২০২৫ ১১:০৮:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৫ ১১:০৮:৩০ অপরাহ্ন
রাজশাহীতে সমকাল সুহৃদ আয়োজিত বিজ্ঞান বিতর্ক উৎসবে পুলিশ কমিশনার রাজশাহীতে সমকাল সুহৃদ আয়োজিত বিজ্ঞান বিতর্ক উৎসবে পুলিশ কমিশনার
বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’’এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে সমকাল সুহৃদের আয়োজনে অনুষ্ঠিত হলো ১১তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের বিভাগীয় পর্ব।

বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) শাহমখদুম কলেজ মিলনায়তনে দিনব্যাপী এই আয়োজনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরএমপি কমিশনার বলেন, বিতর্ক শুধু জয়-পরাজয়ের প্রতিযোগিতা নয়, এটি চিন্তার বিকাশের এক গুরুত্বপূর্ণ অনুশীলন। তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী মানসিকতা তৈরি করতে বিতর্কের বিকল্প নেই।

প্রযুক্তির ব্যবহার নিয়ে তিনি বলেন, প্রযুক্তি আমাদের পড়াশোনা ও জীবনকে সহজ করেছে, তবে একই সঙ্গে এটি নতুন চ্যালেঞ্জও তৈরি করেছে।” তিনি আরও বলেন, শ্রেণিকক্ষের বাইরেও শিক্ষার্থীরা প্রযুক্তির মাধ্যমে অসংখ্য অজানা বিষয় জানতে পারছে, যা নিঃসন্দেহে ইতিবাচক। তবে তিনি প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের বিষয়ে সতর্ক করে বলেন, অতিরিক্ত প্রযুক্তিনির্ভরতা চিন্তাশক্তি ও সৃজনশীলতাকে কমিয়ে দেয়। যারা প্রযুক্তি ব্যবহারে ভারসাম্য বজায় রাখতে পারে, তারাই ভবিষ্যতে প্রকৃত সফলতা অর্জন করবে।

দিনব্যাপী এই উৎসবে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার বিজয়ীরা অংশ নেয়। চূড়ান্ত পর্বের বিতর্ক শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ কমিশনার। তিনি বিজয়ী ও বিজিত উভয় দলকেই অভিনন্দন জানান এবং তরুণ প্রজন্মকে যুক্তিবাদী ও সৃজনশীল চিন্তার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসানাত আলী। সমাপনী অনুষ্ঠানেও তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দৈনিক সমকালের রাজশাহী ব্যুরো প্রধান সৌরভ হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহমখদুম কলেজের অধ্যক্ষ এস. এম. রেজাউল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উৎসবমুখরতায় নরোত্তম ঠাকুর'র তিরোভাব মহোৎসব শুরু

উৎসবমুখরতায় নরোত্তম ঠাকুর'র তিরোভাব মহোৎসব শুরু