ঢাকা , বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ , ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগমারায় পুলিশকে মারধর করে আসামি হত্যার পলাতক আসামি সাগর গ্রেফতার চন্দ্রিমার পদ্মা আবাসিকে বিপুল পরিমান ইয়াবাসহ সাব্বির গ্রেফতার মালিতে সেনাবাহিনীর হামলায় ৩১ গ্রামবাসী নিহত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিয়ে ট্রাকচালক মৃত্যু ‘ওসি সায়েদ ও এএসআই বিশ্বজিৎ ছয়টি মরদেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেন’ ইমান ভঙ্গের ৫ কারণ পাঁচ পাপের শাস্তি দুনিয়াতেই বাংলাদেশি ৬ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি ভিটামিনের 'ঘাটতি'র উপসর্গ! চিকিৎসকের পরামর্শ ছাড়া সাপ্লিমেন্ট খাওয়া ডেকে আনছে এইসব সমস্যা বাড়ির খাবার খাচ্ছেন, মদ্যপান করেন না, তার পরেও কোলেস্টেরল বাড়ছে, আসল কারণ কী? বুলিমিয়ায় আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী ফাতিমা সানা শেখ! কী এই রোগ? উপসর্গই বা কী? কাঁচা খাবারেই যত সমস্যা! বেজিঙের হুমকির জেরে তৎপর হল টোকিয়ো, চিনে থাকা জাপানের নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা পায়েলের কাছে যৌন সুবিধার দাবি, টলিউডের নামী প্রযোজকের! তালিবান বিদ্রোহীদের কমান্ডারকে হত্যা করল পাক সেনা, হত ১৫ টিটিপি সদস্য! রাওয়ালপিন্ডির দাবি: ছিল বিদেশি মদত ভারতকে হারানোয় ২ কোটি টাকা পুরস্কার পাচ্ছেন ফুটবলাররা অস্ত্রোপচারের মাধ্যমে নকল স্তন সরিয়েছেন শার্লিন, এ বার কোন ভুলের কথা জানালেন তিনি? ‘ও মৃদু বাতাসের মতো’, তমন্নার সঙ্গে বিচ্ছেদের পরে সত্যিই ফাতিমাকে মন দিয়েছেন বিজয়? সাবেক প্রেমিকাকে চুমু, কামড়ে ছিন্ন প্রেমিকের জিহ্বা বিশ্বকাপে জায়গা পাকা করে ফেলল বেলজিয়াম, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড

তালিবান বিদ্রোহীদের কমান্ডারকে হত্যা করল পাক সেনা, হত ১৫ টিটিপি সদস্য! রাওয়ালপিন্ডির দাবি: ছিল বিদেশি মদত

  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১২:৪৫:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১২:৪৫:৫৩ অপরাহ্ন
তালিবান বিদ্রোহীদের কমান্ডারকে হত্যা করল পাক সেনা, হত ১৫ টিটিপি সদস্য! রাওয়ালপিন্ডির দাবি: ছিল বিদেশি মদত তালিবান বিদ্রোহীদের কমান্ডারকে হত্যা করল পাক সেনা, হত ১৫ টিটিপি সদস্য! রাওয়ালপিন্ডির দাবি: ছিল বিদেশি মদত
তালিব বিদ্রোহীদের বিরুদ্ধে ফের অভিযান চালাল পাকিস্তানি নিরাপত্তাবাহিনী। আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে গত সপ্তাহের শেষে এক অভিযান চালায় পাকিস্তানি সেনা। ওই অভিযানে বিদ্রোহী গোষ্ঠী ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’ (টিটিপি)-এর ১৫ জন নিহত হয়েছেন।

পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গত শনি এবং রবিবার খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান এবং উত্তর ওয়াজ়িরিস্তান জেলায় অভিযান চালানো হয়। ডেরা ইসমাইল জেলায় এক অভিযানে টিটিপি-র ১০ সদস্যের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন টিটিপির অন্যতম শীর্ষনেতা আলম মাহসুদ। তিনি দীর্ঘদিন ধরে পাকিস্তানে ‘ওয়ান্টেড’ তালিকায় ছিলেন। নিহত টিটিপি সদস্যেরা বিদেশি শক্তির থেকে মদত পাচ্ছিল বলে অভিযোগ পাকিস্তানি সামরিক বাহিনীর। যদিও কোনও দেশের নাম সরাসরি উল্লেখ করেনি পাকিস্তান। তাঁরা প্রত্যেকেই পাকিস্তানে একাধিক নাশকতার সঙ্গে যুক্ত ছিল বলে দাবি রাওয়ালপিন্ডির।

খাইবার পাখতুনখোয়া প্রদেশে মাঝেমধ্যেই পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালিবান বিদ্রোহীদের সংঘর্ষ লেগে থাকে। বর্তমানে পাকিস্তানে সক্রিয় বিদ্রোহী গোষ্ঠীগুলির মধ্যে অন্যতম টিটিপি। এই বিদ্রোহী গোষ্ঠী মূলত আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশ থেকেই নিজেদের কার্যক্রম পরিচালনা করে। পাকিস্তানের দাবি, ২০২১ সালে আফগানিস্তানে তালিবান সরকার ক্ষমতায় আসার পর তাদের শক্তিও বৃদ্ধি পেয়েছে। দেশের নানা প্রান্তে হামলা, বিস্ফোরণের ঘটনার দায় তারা স্বীকার করেছে। টিটিপি নেতাদের অনেকেই এখন আফগানিস্তানের তালিবানের আশ্রয়ে রয়েছে বলে দাবি ইসলামাবাদের।

রাওয়ালপিন্ডির বিবৃতিতে সরাসরি কোনও দেশের নামোল্লেখ না-করা হলেও অনুমান করা হচ্ছে, আফগানিস্তানের দিকেই ইঙ্গিত করেছে তারা। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। দু’দেশের মধ্যে সামরিক সংঘর্ষও হয়েছে। এ অবস্থায় দু’দিন ব্যাপী অভিযানে খাইবার পাখতুনখোয়ায় বিদ্রোহী গোষ্ঠীর কমান্ডার-সহ ১৫ জনকে হত্যা করল পাকিস্তানি বাহিনী।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাগমারায় পুলিশকে মারধর করে আসামি হত্যার পলাতক আসামি সাগর গ্রেফতার

বাগমারায় পুলিশকে মারধর করে আসামি হত্যার পলাতক আসামি সাগর গ্রেফতার