২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১০:১১:৩৪ পূর্বাহ্ন


অস্ট্রেলিয়ায় ২ কোটি টাকায় বিক্রি হল ভেড়া !
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৯-১০-২০২২
অস্ট্রেলিয়ায় ২ কোটি টাকায় বিক্রি হল ভেড়া ! ফাইল ফটো


হাজার বা লাখ টাকা নয়, একেবারে কোটিতে বিক্রি হল একটি ভেড়া । অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে সম্প্রতি এমন ঘটনা চমকে দিয়েছে প্রত্যেককে । ভেড়াটির দাম বাড়তে বাড়তে ২ কোটিতে পৌঁছয় । সেটিকে কেনে 'এলিট অস্ট্রেলিয়ান হোয়াইট সিন্ডিকেট' ।

অস্ট্রেলিয়ায় ভেড়ার মাংস এবং পশমের চাহিদা বিপুল । তবে তাই বলে একটা ভেড়ার দাম দু'কোটি হবে, কেউ তা ভাবতেও পারেননি । বিশ্বের সবচেয়ে দামি ভেড়া এই মুহূর্তে এটিই ।

অস্ট্রেলিয়ায় ভেড়ার দাম, বিশেষ করে মাংসের দাম ভালমতোই বেড়েছে । চাহিদাও প্রচুর হওয়ায় ভেড়ার দারুণ দাম উঠেছে । ২ কোটি টাকা দামের এই ভেড়া একটি বিশেষ প্রজাতির । এদের গা বেশি লোমশ হয় না । শুধুমাত্র মাংসের জন্যই এই ভেড়ার চাহিদা বেশি । তাড়াতাড়ি বড় হয় এটি । ফলে চাহিদাও প্রচুর ।

তবে এটি এখনও পর্যন্ত বিশ্বে সবচেয়ে দামি ভেড়া হিসেবে সর্বকালীন রেকর্ড নয় । গত বছর সাড়ে তিন কোটি টাকায় স্কটল্যান্ডে বিক্রি হয়েছিল একটি ভেড়া ।