১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ১২:০০:১৯ পূর্বাহ্ন


নিয়ামতপুরে জাতীয় শিক্ষক দিবস পালিত
মোঃ জাবেদ আলী নিয়ামতপুর উপজেলা প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৭-১০-২০২২
নিয়ামতপুরে জাতীয় শিক্ষক দিবস পালিত নিয়ামতপুরে জাতীয় শিক্ষক দিবস পালিত


“ শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে জাতীয় শিক্ষক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের মেইন গেট এর সামনে থেকে শিকদের একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদখিন করে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়। র‌্যালিতে নিয়ামতপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষক অংশ নেয়।

র‌্যালি শেষে জেলা পরিষদ অডিটারিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মমতাজ হোসেন মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী যুক্ত হন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। 

নিয়ামতপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন তোতার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাদিরা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ শহিদুর আলম, চন্দননগর কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. আমজাদ হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আজাহার আলী, সাধারণ সম্পাদক  মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নূরুল আমীন, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, বুধরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মমতাজ হোসেন, ধানসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ উপজেলা বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ ও কারিগরি কলেজের প্রধান শিক্ষক ও  শিক নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন। এসময় বক্তারা বলেন, শিাই জাতির মেরুদন্ড আর শিকরা হচ্ছেন জাতি গড়ার কারিগর। শিকরা আদর্শ মানুষ এবং সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।