০৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ০৪:৩৫:২৬ পূর্বাহ্ন


আল্লাহ আমাদের বিশ্বকাপ জেতাবেন: বাবর
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১২-১১-২০২২
আল্লাহ আমাদের বিশ্বকাপ জেতাবেন: বাবর ফাইল ফটো


চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে শেষ বলে হারের পর জিম্বাবুয়ের বিপক্ষেও অঘটনের শিকার। টানা দুই হারে গ্রুপপর্ব থেকে প্রায় ছিটকেই পড়ছিল পাকিস্তান। তবে এরপরের ইতিহাস সবার জানা। ‘আনপ্রেডিক্টেবল’ দলটি সব নাটকীয়তাকে হার মানিয়েছে। ভাগ্যের পিঠে চড়ে তারা উঠে আসে সেমিফাইনালে। তারপর শেষ চারের দ্বৈরথে নিউজিল্যান্ডকে হারিয়ে এবার শিরোপার আরও কাছাকাছি চলে গেছে।

সুপার টুয়েলভের শেষ দিনে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের জন্ম দেয় পুঁচকে নেদারল্যান্ডস। আর তাতে সেমিফাইনালের সৌভাগ্যের সেই দরজা খুলে যায় পাকিস্তান ও বাংলাদেশের সামনে। কার্যত নকআউট ম্যাচে বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান। আর তাতে ত্রিশ বছর আগের পুনরাবৃত্তি ঘটিয়ে কিউইদের হারিয়ে ফাইনালেও উঠে গেছে বাবর আজমের দল। ইতিহাসের পুনরাবৃত্তি হলে মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে নিজেদের দ্বিতীয় শিরোপা উৎসব করার কথা পাকিস্তানের।

বাদ পড়ার শঙ্কায় থাকা দলটি শেষ পর্যন্ত ফাইনালে চলে গেছে। ক্রিকেট ভক্তদের মধ্যেও এ নিয়ে জোর আলোচনা। ফাইনালের আগের দিন শনিবার (১২ নভেম্বর) সংবাদ সম্মেলনে বাবরও অকপটে স্বীকার করলেন, আল্লাহর ইচ্ছাতেই তারা ফাইনালে।

পাক অধিনায়ক বলেন, আমরা আল্লাহর ওপর বিশ্বাস করি। যা কিছু ঘটে, আল্লাহর ইচ্ছাতেই ঘটে। তিনি আমাদের সুযোগ দেন, আমাদের সেটা কাজে লাগাতে হয়। আমরা শুধু চেষ্টা করতে পারি। আমরা চেষ্টা করি নিজেদের সেরাটা দেয়ার। ফলাফল আল্লাহর হাতে। আল্লাহর দেয়া সুযোগটা আমরা লুফে নিয়েছি। ভালো ক্রিকেট খেলে সুযোগ যথাযথ কাজে লাগিয়েছি। আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ। তার দয়ায় আমরা ফাইনালে উঠেছি এবং আশা করছি তিনিই আমাদের ফাইনালে জেতাবেন।

প্রথম দুই ম্যাচে হেরে খাদের কিনারায় চলে যাওয়া দলটি শেষ চার ম্যাচে জয় পেয়েছে। দলের এমন প্রত্যাবর্তন নিয়ে বাবর আজম বলেন, প্রথম দুই ম্যাচ হারের মাশুল দিতে হয়েছিল। কিন্তু শেষ চার ম্যাচে দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটা দুর্দান্ত। আমরা ভালো ক্রিকেট খেলেছি। ফাইনালেও তা ধরে রাখার চেষ্টা করব।