২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১০:২৬:৪২ পূর্বাহ্ন


শিক্ষক পেটানো সেই আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২২-০১-২০২৩
শিক্ষক পেটানো সেই আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার কুড়িগ্রামের রৌমারী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে উপজেলা আওয়ামী লীগ।


কুড়িগ্রামের রৌমারীতে প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় উপজেলা আওয়ামী লীগ নেতা রোকনুজ্জামান রোকনকে অব্যাহতি দেয়া হয়েছে।

জানা গেছে, গঠনতন্ত্রের ৪৭ (ঞ) ধারা অনুযায়ী রোকনকে সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। শনিবার রাতে কুড়িগ্রামের রৌমারী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে উপজেলা আওয়ামী লীগ।

রোকনকে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদকের পদসহ সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন দলের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আবু হোরায়রা। এ সময় উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

আবু হোরায়রা রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার কার্যালয়েই বৃহস্পতিবার উপজেলার ফুলকারচর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক মো. নুরুন্নবীকে মারধর করেন রোকন।

প্রধান শিক্ষককে মারধরের সিসি টিভির ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরেই শিক্ষক সমাজের মধ্যে সমালোচনা শুরু হয়। বিভিন্ন জন ক্ষোভ প্রকাশ করেন।

শনিবার প্রধান শিক্ষক নুরুন্নবী রোকনুজ্জমামান রোকন এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুল ইসলামের নামে ‍মামলা করেছেন।