১৮ মে ২০২৪, শনিবার, ০৮:০৯:২৩ অপরাহ্ন


পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে যা বললেন ওবায়দুল কাদের
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৩-০১-২০২৩
পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে যা বললেন ওবায়দুল কাদের পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে যা বললেন ওবায়দুল কাদের


‘ফখরুল সাহেব, আমরা পাল্টাপাল্টি কর্মসূচি করছি না’- এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২৩ জানুয়ারি) রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল, তিনি আন্দোলনের ডাক দিয়ে হাসপাতালে গেছেন। হাসপাতাল থেকে বেরিয়ে আবার মিথ্যাচার করছেন। আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে দেখুন, আপনাদের পল্টনের চেয়ে বেশি জনসমাগম এখানে হয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘প্রতিদিন আমরা শীতবস্ত্র বিতরণ করছি; এতে জনসমাগম হচ্ছে। এটা কি পাল্টাপাল্টি কর্মসূচি? মানুষের পাশে মানুষের কষ্টে পাশে দাঁড়াবেন না, অন্য কেউ দাঁড়ালে বাধা দিবেন?’

ওবায়দুল কাদের বলেন, ‘আমারা আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করছি। উত্তরবঙ্গে গিয়ে একদিনে নয়টি জেলায় ৩০ হাজার কম্বল বিতরণ করেছি। মানুষ কষ্ট পাচ্ছে, শেখ হাসিনা এ যাবৎ সারা বাংলাদেশে ৩০ লাখ শীতবস্ত্র দিয়েছেন।’

কাদের বলেন, ‘দুর্যোগে; দুর্ভিক্ষে; ঝড়ে; বন্যায়; শীতের কষ্টে শেখ হাসিনার আওয়ামী লীগ জনগণের পাশে আছে। সারা দেশে আমাদের নেত্রী শীতবস্ত্র বিতরণের বিশাল পদক্ষেপ হাতে নিয়েছেন।’

কাদের আরও বলেন, ‘বিএনপির আন্দোলন ভুয়া, বিএনপির গণসংযোগ ভুয়া, বিএনপির নির্বাচন ভুয়া, ভোটার তালিকা ভুয়া, বিএনপি হচ্ছে ভুয়া দল।’

তিনি বলেন, ‘জনগণ আওয়ামী লীগের সঙ্গে রয়েছে, বিএনপির সঙ্গে নেই। বিএনপির আন্দোলন অদৃশ্য নির্দেশে। এই নির্দেশ কোথা থেকে আসে সেই প্রশ্নও করেন তিনি। বাংলাদেশকে কারা নিষেধাজ্ঞা দেবে তার ওপর নির্ভর করে আন্দোলন হয় না।’ বিএনপির আন্দোলন ভুয়া বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, ‘সব প্রতিষ্ঠান স্বাধীন, দুদক স্বাধীন। আওয়ামী লীগের অনেক এমপি, মন্ত্রী দুদকের মামলায় হাজিরা দিচ্ছেন। ইসি স্বাধীন। বিএনপির সময় আজিজ মার্কা ইলেকশন হয়েছে।’ শেখ হাসিনা রাষ্ট্র মেরামত করছেন বলেও জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনে আমরা ৩০০ আসনেই ইভিএম চাই। কমিশন সামর্থ অনুযায়ী যা করতে পারবে তাই আমরা মেনে নেবো।’