০৬ মে ২০২৪, সোমবার, ০৩:২৪:১৮ পূর্বাহ্ন


রাজস্থানে মোদীর সফরের আগে ভাঙল বিমান, দুই বিমানে সংঘর্ষ মধ্যপ্রদেশে
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৮-০১-২০২৩
রাজস্থানে মোদীর সফরের আগে ভাঙল বিমান, দুই বিমানে সংঘর্ষ মধ্যপ্রদেশে এক দিনে দুর্ঘটনার কবলে বায়ুসেনার তিনটি বিমান। ছবি: টুইটার


এক দিনে দুর্ঘটনার কবলে বিমান বাহিনীর তিনটি বিমান। রাজস্থানের ভরতপুরে বিমান বাহিনীর বিমান ভেঙে পড়েছে। পাশাপাশি, মধ্যপ্রদেশের মোরেনাতে দুর্ঘটনার কবলে দুই যুদ্ধবিমান, সুখোই ৩০ এবং মিরাজ ২০০০।

শনিবারই রাজস্থান সফরে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগে বিমান বাহিনীর বিমানে দুর্ঘটনা উদ্বেগ বাড়িয়েছে।

ভরতপুরের নাগলা দিদা এলাকায় একটি চার্টার্ড বিমান ভেঙে পড়ে শনিবার সকালে। স্থানীয় প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু করা হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা।

স্থানীয় সূত্রে দাবি, দুর্ঘটনাস্থলে বিমানচালকের খোঁজ মেলেনি। তাঁর সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। বিমানে কত জন ছিলেন, তা-ও স্পষ্ট নয়।