২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১১:০৩:১১ পূর্বাহ্ন


রাজশাহী জেলা পুলিশের অভিযানে আটক ২৫
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৮-০২-২০২৩
রাজশাহী জেলা পুলিশের অভিযানে আটক ২৫ ফাইল ফটো


রাজশাহী জেলা পুলিশের অভিযানে মোট ২৫ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ ইফতে খায়ের আলম।

জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৬ জন, তানোর থানা ০৩ জন, মোহনপুর থানা ০৩ জন, বাগমারা থানা ০৪ জন, দুর্গাপুর থানা ০১ জন, পুঠিয়া থানা ০২ জন, চারঘাট মডেল থানা ০৩ জন ও বাঘা থানা ০৩ জনকে আটক করে।

যার মধ্যে ১১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৭ জনকে মাদকদ্রব্যসহ ০৭ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।

গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং মোঃ আবুল হোসেন লেবু(৩৫) কে ৩০গ্রাম হেরোইন ও ২নং মোঃ আক্কাস আলী(৪৩) কে ১০গ্রাম হেরোইনসহ আটক করে।

তানোর থানা পুলিশ ১নং মোঃ লিটন ওরফে ডাগা(২৮) ও ২নং মোঃ মাসুদ সরদার(২৮) কে ১০০গ্রাম গাঁজাসহ আটক করে।

মোহনপুর থানা পুলিশ ১নং মোঃ রাশেদুল রবি(২৫) কে ১০গ্রাম হেরোইনসহ আটক করে।

পুঠিয়া থানা পুলিশ ১নং মোঃ আব্দুল করিম ওরফে সুইট(৩৪) কে ০২বোতল ফেন্সিডিলসহ আটক করে।

বাঘা থানা পুলিশ ১নং মোঃ রতন আলী(৩৯) কে ০১টি গাঁজার গাছসহ আটক করে।

আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।