১৭ মে ২০২৪, শুক্রবার, ০৬:০৩:০৮ অপরাহ্ন


রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৮-০২-২০২৩
রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫ ফাইল ফটো


রাজশাহী শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৮১ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২১ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে গতবারের চেয়ে কমেছে। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৯৭ দশমিক ২৯ শতাংশ।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এবছর শতভাগ পাস করেছে ৩১টি কলেজের শিক্ষার্থী। শতভাগ ফেল করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠান ৯টি। এবার পাস করেছে এক লাখ ৩ হাজার ৩৮৫ জন। পাসের হারে ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা। ছাত্রীদের পাসের হার দশমিক শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্রীরো এগিয়ে।

পরীক্ষা নিয়ন্ত্রক আরও বলেন, গত বছরের ৬ নভেম্বর থেকে শুরু হয় এইচএসসি পরীক্ষা। রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় বিভাগের আট জেলায় এবার পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৯ হাজার ২৫ জন। পরীক্ষায় ৬৮ হাজার ৩৬ জন ছাত্র এবং ৬০ হাজার ৯৮৯ জন ছাত্রী অংশ নেন। এর মধ্যে বিজ্ঞান শাখায় পরীক্ষায় অংশ নেন ৩৪ হাজার ৬ জন। মানবিকে ৮০ হাজার ৯৬৪ এবং ব্যবসায় শিক্ষায় ১৩ হাজার ৩৮৭ শিক্ষার্থী পরীক্ষা দেন।