২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৯:০০:২৯ পূর্বাহ্ন


মাদারীপুরে বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবা-মাকে জরিমানা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৭-০২-২০২৩
মাদারীপুরে বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবা-মাকে জরিমানা ফাইল ফটো


মাদারীপুরে বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবা-মাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের খবর পেয়ে পালিয়ে গেছেন বর।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজৈর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্বসরমঙ্গল এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রাজৈরের পূর্ব সরমঙ্গল এলাকার নাসির হাওলাদারের ১৩ বছর বয়সী মেয়ের সঙ্গে একই এলাকার নজরুল হাওলাদারের বিয়ে ঠিক করা হয়। শুক্রবার বিয়ের খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন রাজৈরের এসিল্যান্ড খাদিজা আক্তার। এসময় বয়স বাড়িয়ে ভুয়া জন্ম নিবন্ধন করা ও বিয়ের আয়োজন করায় কনের বাবা নাসির হাওলাদারকে ১০ হাজার ও মা সুরমা বেগমকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকা নেওয়া হয়। এরআগে অভিযানের খবর পেয়ে পালিয়ে যান বরসহ তার সহযাত্রীরা।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজৈরের এসিল্যান্ড খাদিজা আক্তার বলেন, একটি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।