১১ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ১২:৪০:২৫ পূর্বাহ্ন


কাগইলে বঙ্গবন্ধু গোল্ডকাপ জেলাভিত্তিক মহিলা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
আল আমিন মন্ডল (বগুড়া) :
  • আপডেট করা হয়েছে : ১৭-০৩-২০২৩
কাগইলে বঙ্গবন্ধু গোল্ডকাপ জেলাভিত্তিক মহিলা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন কাগইলে বঙ্গবন্ধু গোল্ডকাপ জেলাভিত্তিক মহিলা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


বগুড়ার গাবতলী কাগইলে বঙ্গবন্ধু গোল্ডকাপ জেলাভিত্তিক মহিলা ফুটবল টুর্নামেন্ট ২য়পর্ব স্থানীয় হাইস্কুল মাঠে উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ আই ফয়সাল খান জনি।

শুক্রবার (১৭মার্চ)  উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে কাগইল ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও দক্ষিনপাড়া ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাম রহমান মুকুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না, কাগইল ইউপি প্যানেল চেয়ারম্যান ও কাগইল ইউনিয়ন আ’লীগের সাঃ সম্পাদক সাজেদুর রহমান শামীম, দক্ষিনপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যান রায়হান কবীর সাধন, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাঃ সম্পাদক মোঃ রাকিব, দক্ষিনপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আনারুল ইসলাম, কাগইল ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাঃ সম্পাদক মিলন মিয়া, আ’লীগ নেতা মাহফুজুল হক সুইট, ইউপি সদস্য আব্দুল আউয়াল, জাহাঙ্গীর আলম, আব্দুস ছাত্তার, বাবলু মিয়া, আবু জাফর, মুঞ্জুরুল ইসলাম মুঞ্জু, উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ বাবু, সাধারন সম্পাদক আব্দুল লতিফ সহ শ্রমিক সংগঠন ও খেলা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ প্রমূখ। খেলায় সিরাজগঞ্জ জেলা মহিলা দল ১-০ গোলে জয়পুরহাট জেলা মহিলাদল কে পারজিত করে।