১৬ মে ২০২৪, বৃহস্পতিবার, ১০:০৫:৫৮ অপরাহ্ন


মিস ইন্ডিয়া ২০২৩ নন্দিনী গুপ্তর অনুপ্রেরণা হলেন রতন টাটা-প্রিয়াঙ্কা চোপড়া
তামান্না হাবিব নিশু :
  • আপডেট করা হয়েছে : ১৬-০৪-২০২৩
মিস ইন্ডিয়া ২০২৩ নন্দিনী গুপ্তর অনুপ্রেরণা হলেন রতন টাটা-প্রিয়াঙ্কা চোপড়া মিস ইন্ডিয়া ২০২৩ নন্দিনী গুপ্তর অনুপ্রেরণা হলেন রতন টাটা-প্রিয়াঙ্কা চোপড়া


এবারের ভারত সুন্দরীর খেতাব জিতলেন ১৯ বছরের নন্দিনী গুপ্ত । তিনি রাজস্থানের কোটার বাসিন্দা। নন্দিনী গুপ্ত আলিশান অনুষ্ঠানে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়াল্ডের ২০২৩ খেতাব জয় করেন। দ্বিতীয় স্থানে ছিলেন দিল্লির শ্রেয়া পুঞ্জা এবং তৃতীয় স্থান অধিকার করেন মণিপুরের থৌনাওজাম স্ট্রেলা লুয়াং। এই খেতাব জয়ের আগে মিস ইন্ডিয়া প্রতিষ্ঠানকে দেওয়া একটি সাক্ষাৎকারে নন্দিনী বলেন, তিনি দুজন মানুষের থেকে জীবনে এগিয়ে চলার জন্য অনুপ্রেরণা পান। আর যাঁরা তাঁকে অনুপ্রাণিত করেন তাঁরা হলেন রতন টাটা এবং প্রিয়াঙ্কা চোপড়া।

নন্দিনী আদতে বিজনেস ম্যানেজমেন্টের ছাত্রী ছিলেন। তাঁর জীবনের দুই প্রভাবশালী ব্যক্তির নাম করতে বলা হলে তিনি রতন টাটা এবং প্রিয়াঙ্কা চোপড়ার নাম করেন। তিনি বলেন, 'আমার জীবনে দুই প্রভাবশালী ব্যক্তির নাম হল স্যার রতন টাটা যিনি মনুষত্বের খাতিরে সব কিছু করতে পারেন। নিজের সবটা উজাড় করে দান করে দেন। তাঁর অসংখ্য গুণমুগ্ধ, ভক্ত আছে।' এরপর তিনি প্রিয়াঙ্কার নাম করে বলেন, ' বিশ্বসুন্দরী ২০০০ প্রিয়াঙ্কা চোপড়া হলেন আমার জীবনের দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তি। তিনি জাতীয় স্তরের এই খেতাব খুব অল্প বয়সে জিতেছিলেন। তিনি জাতীয় স্তরে তো বটেই আন্তর্জাতিক স্তরেও দেশকে গর্বিত করছেন। তাঁর অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন। তিনি বহু মানুষকে অনুপ্রেরণা জোগান। তাঁর সেন্স অব হিউমার ভীষণ ভালো।'

নন্দিনী তাঁর বক্তব্যে আরও জানান তাঁর যখন ১০ বছর বয়স ছিল তখন থেকেই তিনি এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ভাবতেন। তাঁর কথা অনুযায়ী, 'মাত্র ১০ বছর বয়স থেকে আমি ফেমিনা মিস ইন্ডিয়ায় অংশ নেওয়ার কথা ভাবতাম। এই মুকুটটা এত সুন্দর, সেই জন্যই আমি এতে অংশ নিতে চাইতাম। যত বড় হলাম বুঝলা। কেবল মুকুট নয়, এই সফরটা আরও অনেক কিছু দেয়। অনেক কিছু শেখায়। নিজের স্বপ্নের উড়ান ভরার সাহস জোগায় এটা। এই প্ল্যাটফর্ম থেকে একটা সাধারণ মেয়ে অসাধারণ হয়ে ওঠে নিজের ব্যক্তিত্বকে বজায় রাখে।'

৭১ তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতকে রিপ্রেজেন্ট করবেন নন্দিনী। এটা আরব অমরশাহীতে অনুষ্ঠিত হবে।