১৭ মে ২০২৪, শুক্রবার, ১২:৫১:৪২ অপরাহ্ন


নাটোরে হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৯-০৬-২০২৩
নাটোরে হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ ফাইল ফটো


নাটোরে হাসপাতাল থেকে একদিনের নবজাতক শিশু চুরি হওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে এই চুরির ঘটনা ঘটেছে।

চুরি হওয়া শিশুটি নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের মো. মাহফুজুর রহমান ও মোছা. হাসনা হেনা(২৫) দম্পতির সন্তান।

শিশুটির চাচা মো. মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার (৮ জুন) সকালে হাসনা হেনার প্রসব ব্যাথা শুরু হলে দ্রুত তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে দুপুর ১২টার দিকে হাসপাতালে কন্যা শিশুর জন্ম দেন। সারারাত রোগীর আত্মীয়রা মা ও শিশুটিকে দেখভাল করেন। পরে শুক্রবার সকালে শিশুটির দাদা ও তার মাকে হাসপাতালে রেখে সবাই বাড়িতে যায়।

বেলা সাড়ে ১১টার দিকে শিশুটির দাদি ও মা হাসপাতালের বেডে শুয়ে ছিলেন। এ সময় হঠাৎ অজ্ঞাত এক নারী নার্স শিশুটিকে ডাক্তার দেখানোর কথা বলে দাদির কোল থেকে নিয়ে যায়। সবাই খোঁজাখুঁজি করেও ওই নার্স ও শিশুটির খোঁজ পাওয়া যায়নি।