১১ মে ২০২৪, শনিবার, ০১:৩১:৫০ অপরাহ্ন


যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৭-০৬-২০২৩
যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের হাসপাতালে স্বজনদের আহাজারি। ছবি: সময় সংবাদ


যশোরে মণিরামপুর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ জসিম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে শহরতলীর নাজির শংকরপুর কোল্ড স্টোর মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত জসিম উপজেলার আকোখা গ্রামের আব্দুল কুদ্দুস মোড়লের ছেলে। মণিরামপুর ভাই ভাই গোল্ড ফিশারিজের ম্যানেজার পদে চাকরি করতেন জসিম।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে নাজির শংকরপুর কোল্ডস্টোর মোড়ে এক মোটরসাইকেলে তিনজন যুবক এসে জসিমের ডান পায়ে ছুরিকাঘাত করেন। এরপর তারা জসিমের ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে চলে যান। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় জসিমকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জসিমের বন্ধু তরিকুল ইসলাম বলেন, 'জসিম মাছের আড়তে ম্যানেজারি করে। আমাদের জানা মতে তার সঙ্গে কারও কোন শত্রুতা নেই। ব্যবসায় সংক্রান্ত লেনদেনে কারও সঙ্গে কোন বিবাদ আছে কি-না তা আমার জানা নেই।'

জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিচিত্রা মল্লিক বলেন, 'ছুরিকাঘাতে আহত জসিম নামে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার ডান পায়ে একটি স্টেপ করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।'

এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, 'এ ঘটনায় পুলিশের একাধিক টিম তদন্ত করছে। দ্রুত আসামিদের আটক করা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'