০৬ মে ২০২৪, সোমবার, ১০:০৯:২০ অপরাহ্ন


রাণীনগরে মৎস্য সপ্তাহ উৎযাপন
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ )
  • আপডেট করা হয়েছে : ২৫-০৭-২০২৩
রাণীনগরে মৎস্য সপ্তাহ উৎযাপন রাণীনগরে মৎস্য সপ্তাহ উৎযাপন


“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো নওগাঁর রাণীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে। ২৪জুলাই থেকে শুরু হওয়া ৩০জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর নানা কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে এক বর্ণাঢ্য মৎস্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ পুকুরে ২২কেজি রুই মাছের পোনা অবমুক্ত করা হয়।

এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়ের সঞ্চালনায় ও নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি, প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগন, উপজেলা বিভিন্নি মৎস্যজীবী সমবায় সমতরিি সদস্য প্রমুখ।