০৪ মে ২০২৪, শনিবার, ০৪:১৭:২৬ পূর্বাহ্ন


লালপুরে ইউপি সদস্যের অপসারণের দাবীতে সংবাদ সম্মেলন
লালপুর(নাটোর)প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৩-০৮-২০২৩
লালপুরে ইউপি সদস্যের অপসারণের দাবীতে সংবাদ সম্মেলন লালপুরে ইউপি সদস্যের অপসারণের দাবীতে সংবাদ সম্মেলন


নাটোরের লালপুরের ৬ নং দুয়ারিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ওসমান গনির অপসারণ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন নির্যাতনের শিকার ওই ওয়ার্ডের অধিবাসী ও বিশিষ্ট্য ব্যবসায়ী আমিনুল ইসলাম। 

বৃহস্পতিবার দুপুরে টিটিয়া গ্রামের তার নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৬ জুলাই বুধবার টিটিয়া কদমতলায় স্থানীয় অধিবাসী ফজলের ছেলে উজ্জল হোসেন ও মৃত আজিজলের ছেলে শুভ এবং নাহিদ কে দড়ি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় বেধড়ক পেটাতে থাকেন ইউপি সদস্য ওসমান গনি। এ সময় আমি ওসমান গনিকে এভাবে মারতে নিষেধ করায় আমাকেও তাদের সাথে বেঁধে পেটালে আমি মারাত্মক আহত হই। লালপুর থানা পুলিশ সাথে সাথে আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় এবং ওসমান গনি সহ আরো দুজন কে আটক করে। বর্তমানে ওসমান গনি জেল হাজতে থাকলেও তার সন্ত্রাসী বাহিনী বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছে। আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয় সরকারের কাছে এই সন্ত্রাসী ওসমান গনিকে ইউপি সদস্য পদ থেকে অপসারণের জন্য জোর দাবী জানাচ্ছি।