১৮ মে ২০২৪, শনিবার, ০৩:৫৬:১৯ অপরাহ্ন


ঝালকাঠিতে পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৩-০৮-২০২৩
ঝালকাঠিতে পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি ঝালকাঠিতে পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি


ঝালকাঠি নলছিটি থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২২ আগস্ট) দিনগত রাত ২টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের তূর্য ফিলিং স্টেশনে পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নলছিটি থানার এসআই মিজান ও তার ছোটভাই ঢাকায় কর্মরত এসআই আল মামুনের বাসা বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দপদপিয়া তূর্য ফিলিং স্টেশনের পাশে। মঙ্গলবার তাদের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদে ভোলার চরফ্যাশনে চলে যান। বাসায় তাদের দুই ভাইয়ের ছেলে, মেয়ে ও ভাগিনা ছিল। গভীর রাতে ৮ থেকে ৯ জন ডাকাত বারান্দা বেয়ে দ্বিতীয় তলার বেলকনি দিয়ে বাসায় ঢুকে তাদের জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। ডাকাতরা ঘরের ওয়্যারড্রপ, শোকেসসহ বিভিন্ন মালামাল লণ্ডভণ্ড করে গেছে।

নলছিটি থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই মিজান বলেন, আমার ও আমার ভাইয়ের বাসা একসঙ্গে। ডাকাতরা আমাদের ছেলেমেয়েকে জিম্মি করে কিছু টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। বাসায় আসলে বলা যাবে কি পরিমাণ ক্ষতি হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। স্বর্ণালঙ্কার ও টাকা লুট করে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, বর্তমানে তারা তাদের বাবার মিলাদের জন্য নিজ বাড়িতে রয়েছেন। তারা আসলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।