১৮ মে ২০২৪, শনিবার, ০৩:৩১:২৭ অপরাহ্ন


চুয়াডাঙ্গা সীমান্তে প্রায় ৫ কোটি টাকার সোনার বার উদ্ধার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৩-০৮-২০২৩
চুয়াডাঙ্গা সীমান্তে প্রায় ৫ কোটি টাকার সোনার বার উদ্ধার চুয়াডাঙ্গা সীমান্তে প্রায় ৫ কোটি টাকার সোনার বার উদ্ধার


ভারতে পাচারকালে চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের ১৭টি সোনার বার উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া সোনার বারগুলো বুধবার (২৩ আগস্ট)  চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলে জানায় বিজিবি।  

এ নিয়ে মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে ব্যাটালিয়নে এক প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের পাথিলা দিয়ে ভারতে সোনার একটি বড় চালান পাচার করা হবে এমন সংবাদ আমার নেতৃত্বে ব্যাটালিয়নের একটি বিশেষ টিম অভিযান চালায়। বিকেল ৫টার দিকে মোটরসাইকেলযোগে পাচারকারী সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবির টহল দলও তাদের পিছু নিলে এক পর্যায়ে পাচারকারী কোমরে বেঁধে রাখা সাদা কাপড়ের একটি পুটলি ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে বিজিবি ফেলে দেওয়া পুটলি হতে বিভিন্ন আকারের ১৭টি স্বর্ণের বার উদ্ধার করে। যার ওজন পাঁচ কেজি ৪৭৮ দশমিক ৯৭ গ্রাম।

যার আনুমানিক বাজার মূল্য চার কোটি ৭৪ লাখ ৮৮ হাজার ৭০০ টাকা।

এ ঘটনায় পাচারকারীকে পলাতক আসামি করে জীবননগর থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।