০৫ মে ২০২৪, রবিবার, ০৬:৫২:৫৩ অপরাহ্ন


ভয়ঙ্কর হয়ে ওঠা জুটি ভাঙলেন তাসকিন
ক্রিড়া ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০৩-০৯-২০২৩
ভয়ঙ্কর হয়ে ওঠা জুটি ভাঙলেন তাসকিন ভয়ঙ্কর হয়ে ওঠা জুটি ভাঙলেন তাসকিন


অসাধারণ ডেলিভারিতে রহমত শাহকে ক্লিন বোল্ড করে ৭৮ রানের জুটি বিচ্ছিন্ন করলেন তানকিন আহমেদ। বাংলাদেশের মাথাভ্যাথার কারণ হয়ে উইকেটে আছেন ইব্রাহিম জদরান।

আফগানিস্তান ১৯ ওভারে ৮২/২। জদরান ৪৫ বলে ৪৫*, হাশমতউল্লাহ শহিদি ৫ বলে ১*।

৫৭ বলে ৫টি চারে ৩৩ রান করেছেন রহমত।

আফগান ইনিংসে প্রথম আঘাত শরিফুলের।

আফগানিস্তানকে ২৭৯ রানের মধ্যে আটকাতে পারলে অন্য হিসাব ছাড়াই সুপার ফোরে উঠে যাবে বাংলাদেশ। সেই লক্ষ্যে দ্বিতীয় ওভারেই সফলতা পায় বাংলাদেশ।

দলীয় দ্বিতীয় ও নিজের প্রথম ওভারে রহমানউল্লাহ গুরবাজকে এলবিডব্লিউ করে দেন শরিফুল ইসলাম।

আফগানিস্তান ৫ ওভারে ১৭/১। ইব্রাহিম জদরান ১৩ বলে ১৪*, রহমত শাহ ১০ বলে ২।

এশিয়া কাপে টিকে থাকতে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। এমন হিসাবের সামনে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রোববার টস জিতে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৩৪ রান তোলে সাকিব আল হাসানের দল। আফগানদের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটি। আগের সর্বোচ্চ ছিল ৪ উইকেটে ৩০৬, গত বছরের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে।