০৬ মে ২০২৪, সোমবার, ০৭:৪৩:০৯ অপরাহ্ন


আসরের পর নফল ও কাজা নামাজ পড়ার বিধান কী?
ধর্ম ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ৩০-০৯-২০২৩
আসরের পর নফল ও কাজা নামাজ পড়ার বিধান কী? ফাইল ফটো


আসরের ফরজ নামাজ পড়ে ফেলার পর থেকে সূর্য নিস্প্রভ ও হলুদ হয়ে যাওয়া পর্যন্ত নফল নামাজ পড়া মাকরুহ বা অপছন্দনীয়। আবু হোরায়রা (রা.) বলেন,

أَنَّ رَسُولَ اللَّهِ -ﷺ- نَهَى عَنِ الصَّلاَةِ بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ

রাসুল (সা.) আসরের পর সূর্যাস্ত পর্যন্ত নামাজ পড়তে নিষেধ করেছেন। (সহিহ মুসলিম: ১৯৫৭)

তবে কারো যদি কাজা নামাজ থাকে, তাহলে তিনি সূর্য হলুদ ও নিস্প্রভ হয়ে যাওয়া পর্যন্ত কাজা নামাজ আদায় করতে পারেন। এ সময় কাজা নামাজ মসজিদে আদায় না করে ঘরে আদায় করা উত্তম। কারণ যেহেতু এ সময় নফল নামাজ মাকরুহ, তাই কাজা নামাজ আদায় করতে দেখলে কেউ ভুল বুঝতে পারে।

সূর্য হলুদ ও নিস্প্রভ হয়ে যাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত কাজা বা নফল নামাজ পড়া নাজায়েজ। এ সময় শুধু ওই দিনের আসরের নামাজ আদায় করা জায়েজ, যদি কোনো সমস্যার কারণে দেরি হয়ে যায়, আদায় করা না হয়। এ সময়ের আগেই আসরের নামাজ আদায় করার চেষ্ট করা জরুরি।

আসরের ফরজ নামাজের আগে রাসুল (সা.) চার রাকাত নফল নামাজ পড়তেন। তবে এই চার রাকাত নামাজ আলেমদের মতে সুন্নাতে মুআক্কাদা নয়, সুন্নাতে জায়েদা বা নফল নামাজ। কেউ চাইলে আসরের ফরজ নামাজের আগে এই চার রাকাত নফল নামাজ পড়তে পারেন। এ ছাড়া আরও অতিরিক্ত নফল নামাজও পড়তে পারেন।