২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ০৩:১৬:৩৭ পূর্বাহ্ন


১৩ দিনে রেমিট্যান্স এলো ৭৮ কোটি ডলার
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৫-১০-২০২৩
১৩ দিনে রেমিট্যান্স এলো ৭৮ কোটি ডলার ফাইল ফটো


চলতি মাসের প্রথম ১৩ দিনে দেশে ৭৮ কোটি ১২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৮ হাজার ৫৫৪ কোটি টাকা (প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা ধরে)। এ হিসাবে প্রতিদিন রেমিট্যান্স এসেছে গড়ে ৬ কোটি ১ লাখ ডলার।

রোববার (১৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে।
 
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবছরের অক্টোবর মাসের প্রথম ১৩ দিনে ৭৮ কোটি ১২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭ কোটি ৬০ লাখ ৩০ হাজার ডলার।
 
এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৭৩ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৬৭ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ লাখ ৯০ হাজার ডলার।
 
এদিকে ৭ থেকে ১৩ অক্টোবরের মধ্যে প্রবাসীরা দেশে ৪৫ কোটি ৬০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এছাড়া অক্টোবরের প্রথম ৬ দিনে দেশে এসেছে ৩২ কোটি ৫১ লাখ ৪০ হাজার ডলার প্রবাসী আয়।
 
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, চলতি বছর সেপ্টেম্বর মাসে প্রবাসীরা দেশে ১৩৪ কোটি ৩৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর মধ্যে ঢাকায় রেমিট্যান্স এসেছে ৬৬ কোটি ৪৩ লাখ ডলার। এছাড়া সেপ্টেম্বরে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে চট্টগ্রাম বিভাগে।
 
চট্টগ্রামে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৩৬ কোটি ৩ লাখ মার্কিন ডলার। তাছাড়া সিলেট বিভাগে ১৪ কোটি ৯৪ লাখ ডলার, খুলনা বিভাগে ৫ কোটি ৩৭ লাখ ডলার, রাজশাহী বিভাগে ৪ কোটি ২৯ লাখ ডলার, বরিশাল বিভাগে ৩ কোটি ২৯ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ২ কোটি ৩০ লাখ ডলার এবং রংপুর বিভাগে ১ কোটি ৭২ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
 
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সেপ্টেম্বর মাসে দেশে আসা ১৩৪ কোটি ৩৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১ কোটি ৮৬ লাখ ৬০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৫১ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১১৮ কোটি ৪৮ লাখ ৪০ হাজার ডলার ও  বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫০ লাখ ৬০ হাজার ডলার।