১৯ মে ২০২৪, রবিবার, ০৩:০০:৪৩ অপরাহ্ন


হাদিস থেকে শিক্ষা উত্তম চরিত্র কাকে বলে?
ধর্ম ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৫-১০-২০২৩
হাদিস থেকে শিক্ষা উত্তম চরিত্র কাকে বলে? সংগৃহিত ছবি


নাওয়াস ইবনে সামআন আনসারি (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পূণ্য ও পাপ সম্পর্কে প্রশ্ন করলাম। তিনি উত্তর দিলেন, পূণ্য হচ্ছে হুসনুল খুলুক বা উত্তম চরিত্র আর পাপ হচ্ছে যা তোমার অন্তরে খটকা সৃষ্টি করে এবং তুমি অপছন্দ করো যে, লোকে তা জেনে ফেলুক। (সহিহ মুসলিম)


এ হাদিসে উত্তম চরিত্র বলে যা বোঝানো হয়েছে

১. কাজি ইয়াজ (রহ.) বলেন, উত্তম চরিত্র হলো, মানুষের সাথে উত্তম ও সুন্দর ব্যবহার করা, সহৃদয় ও সহানুভূতিশীল আচরণ করা, মন্দ আচরণে ধৈর্য ধারণ করা, অহংকার ও বাড়াবাড়ি ত্যাগ করা। মানুষের সাথে উদ্ধত ও কঠোর আচরণ না করা।


অনেক আলেমের মতে উত্তম চরিত্র হলো, ভালো ও ইতিবাচক কাজ করা, নেতিবাচক ও ক্ষতিকর কাজ থেকে বিরত থাকা, সুন্দর ব্যবহার ও বিনয়।

২. জাফর সাদেক (রহ.) বলেন, উত্তম চরিত্র কী তা আল্লাহ কোরআনের একটি আয়াতে বলে দিয়েছেন,


خُذِ الۡعَفۡوَ وَ اۡمُرۡ بِالۡعُرۡفِ وَ اَعۡرِضۡ عَنِ الۡجٰهِلِیۡنَ

ক্ষমাশীলতার নীতি অবলম্বন করো, সত্য-সঠিক কাজের আদেশ দাও আর মুর্খদের এড়িয়ে চলো। (সুরা আরাফ: ১৯৯)

৩. কারো সাথে দেখা হলে মুখ গোমড়া করে, বিরক্ত মুখে না থেকে হাসি মুখে কথা বলাও উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। আবু জর (রা.) থেকে বর্ণিত নবিজি (সা.) বলেছেন, তোমরা কোনো ভালো কাজকেই তুচ্ছ ভেবো না; যদি সেটা তোমার ভাইয়ের সাথে হাসি মুখে দেখা করাও হয়। (সহিহ মুসলিম)