১৮ মে ২০২৪, শনিবার, ১০:৫৪:১১ পূর্বাহ্ন


শচীনে উজ্জীবিত আফগানিস্তান
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৭-১১-২০২৩
শচীনে উজ্জীবিত আফগানিস্তান ছবি: সংগৃহীত


তিন বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে হারিয়েছে আফগানিস্তান। হারিয়েছে ফুটবলের শক্তিশালী দেশ নেদারল্যান্ডসকে। যার বিপক্ষে বাংলাদেশ হেরে কলঙ্ক সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন সাকিব, মুশফিকরা। আফগানিস্তানের এত জয় আর বাংলাদেশের টানা ছয় হারে চিত্র দেখে আফগানিস্তানকে প্রশংসা করছেন ক্রিকেটবোদ্ধারা।

বিশ্বকাপ ক্রিকেটের ধারাভাষ্যকাররা বলছেন, আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়টা নাকি অঘটন। এখন যদি বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ হতো তাহলে আফগানিস্তানই জয় পেত। ক্রিকেটের সাবেক তারকা মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার আফগানিস্তানকে দেখেছেন। শচীন টেন্ডুলকার গতকাল আফগানিস্তানের অনুশীলনে গিয়েছিলেন। মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচ আজ।

গতকাল আফগানিস্তানের অনুশীলনে গিয়েছিলেন শচীন। আফগানিস্তানের ক্রিকেটার হাসমতউল্লাহ শাহিদী, রহমত উল্লাহ গুলবাজ, রশিদ খান, মোহাম্মদ নবি, ইব্রাহিম জারদান, আজমত উল্লাও ওমর জাই, মজিবুর রহমানরা শচীনকে পেয়ে দারুণ খুশি।

এত বড় একজন ক্রিকেটার যখন অনুশীলনে আসেন, তখন অন্য খেলোয়াড়রা বাড়তি প্রেরণা পান। উজ্জীবত হন। শচীন আফগান ক্রিকেটারদের খেলার প্রশংসা করেছেন। বিশ্বকাপে আফগানিস্তানের পারফরম্যান্স ক্রিকেট দুনিয়া দেখেছে সেটা জানিয়েছেন। দলের সবার সঙ্গে কথা বলেছেন শচীন। শচীনকে উপহার তুলে দিয়েছেন আফগানিস্তান অলরাউন্ডার মোহাম্মদ নবি। আফগানিস্তান দলের পক্ষ থেকে শচীনকে স্মারক উপহার দেওয়া হয়। পরে আফগানিস্তান দলের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে ফটোসেশনে অংশগ্রহণ করেন শচীন। ছবিতে আছেন আফগানিস্তানের সাফল্যের আরেক কারিগর ভারতীয় ক্রিকেটের সাবেক তারকা অজয় জাদেজা।