০৬ মে ২০২৪, সোমবার, ০৮:৩৩:১৯ অপরাহ্ন


ইউরেনিয়ামের ৭ম চালান পৌঁছেছে রূপপুরে
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১০-১১-২০২৩
ইউরেনিয়ামের ৭ম চালান পৌঁছেছে রূপপুরে ইউরেনিয়ামের ৭ম চালান পৌঁছেছে রূপপুরে


পাবনার ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের ইউরেনিয়াম ঢাকা থেকে রূপপুরে পৌঁছেছে। 

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পার হয়ে নাটোরের বনপাড়া ও পাবনা ঈশ্বরদীর দাশুড়িয়া হয়ে রূপপুর প্রকল্প এলাকায় ইউরেনিয়াম বাহনকারী গাড়িবহর পৌঁছায়।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে বৃহস্পতিবার দুপুরে রাশিয়া থেকে পূর্ববর্তী ৬টি চালানের মতোই বিশেষ বিমানে ঢাকায় পৌঁছে ইউরেনিয়াম। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ চালানের মতোই সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে ইউরেনিয়ামের সপ্তম চালান ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’  সড়কপথে রূপপুরে নেওয়া হয়েছে।

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর আমদানিকৃত পারমাণবিক জ্বালানি ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।