০৬ মে ২০২৪, সোমবার, ০৯:২২:৩৯ অপরাহ্ন


ঈশ্বরদীতে হত্যার ১৪ বছর পর ৬ জনের যাবজ্জীবন
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২০-১১-২০২৩
ঈশ্বরদীতে হত্যার ১৪ বছর পর ৬ জনের যাবজ্জীবন ঈশ্বরদীতে হত্যার ১৪ বছর পর ৬ জনের যাবজ্জীবন


পাবনার ঈশ্বরদীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে সেকেন্দার শাহ নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আটজনকে খালাস দেওয়া হয়েছে। 

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আসামিদের উপস্থিতিতে পাবনার বিশেষ জজ আদালতের বিচারক আহসান তারেক এই রায় দেন। পরে আসামিদের কারাগারে পাঠানো হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- ঈশ্বরদীর বাবুলচারা গ্রামের জিয়া শাহ, মজিবর শাহ, শাহজাহান শাহ, আতু শাহ, সেন্টু শাহ ও ইয়ারুল শাহ। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৯ সেপ্টেম্বর কৃষি জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী সিকেন্দার শাহকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় নিহতের ভাই জিন্নাত শাহ ১৬ জনের নামোল্লেখ করে পরদিন ৩০ সেপ্টেম্বর হত্যা মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে দুইজনের মৃত্যু হওয়ায় ২০১১ সালের ৪ জানুয়ারি ১৪ জনের নামে অভিযোগপত্র দেয় পুলিশ‌।

এরপর দীর্ঘ শুনানি শেষে সোমবার রায় ঘোষণা করেন আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট দেওয়ান মজনুল হক এবং আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কাজী সাইদুর রহমান। 

রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করলেও আসামিরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন দাবি করে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী।